06/05/2024 : 5:51 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গ

মানুষের দাবীঃ হোক কবরস্থানের পাঁচিল

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৯ মার্চ ২০২১:


মেমারি ১নং ব্লকের দলুইবাজার ২গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম মেমারির কবরস্থানের পাঁচিলের দাবী দীর্ঘদিনের। বড়শুল পাল্লারোড মূল রাস্তার একদম পাশেই পিঙ্গুর গ্রামের শেষ প্রান্তে অবস্থিত এই বিস্তৃর্ণ কবরস্থানটি।

আনুমানিক প্রায় ২ একর জায়গা জুড়ে ছরিয়ে রয়েছে এই কবরস্থান। দাদপুর, কলানবগ্রাম, পশ্চিমমেমারি, কুমারপাড়া, পিঙ্গুর এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজনের মৃত্যুর পরের ঠিকানা এই জায়গা কিন্তু শতাব্দীপ্রাচিন এই কবরস্থানটির সীমানা প্রাচীর হয়নি আজও। রয়েছে ক্ষোভ, সামান্য কিছু এলাকায় প্রাচীর উঠলেও ৯৫% এলাকাই প্রাচীর বিহীন, অতিদ্রুত এই কাজ হোক দাবী তুলছেন স্থানীয় মানুষজন।

Related posts

নতুন শিক্ষানীতির বিরুদ্ধে মিছিল, বিক্ষোভ

E Zero Point

সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মেনে চালু হল বর্ধমান শহরের হোটেল-রেষ্টুরেন্ট

E Zero Point

মেমারি সাতগেছিয়ায় আদিবাসী সংগঠনের ডেপুটেশন

E Zero Point

মতামত দিন