06/05/2024 : 12:27 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে এলো পালপুকুর উন্নয়ন সংঘ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, পান্ডুয়া, ২৮ মার্চ ২০২১:


একদিকে গরম পড়েছে অন্যদিকে ভোটের উওপ্ত আবহাওয়া আর এসবের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চাহিদার সাপেক্ষে রক্ত জোগানে ঘাটতি। এই ঘাটতি সামাল দিয়ে নিরবচ্ছিন্ন রক্তের জোগান বজায় রাখতে প্রয়োজন একাধিক স্বেচ্ছা রক্তদান শিবির।


কিছুটা হলেও সেই রক্তের ঘাটতি মেটাতে হুগলীর পালপুকুর উন্নয়ন সংঘ ও লায়ন্স ক্লাব অফ বাঁশবেড়িয়া-র যৌথ পরিচালনায় সম্প্রতি একটি রক্তদান শিবির আয়োজিত হয়। পালপুকুর পুজা কমিটির আহ্বানেএই রক্তদান শিবিরে স্থানীয় মানুষের ভেতর যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিশেষত মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

রক্তদান শিবির পরিচালনায় ছিলেন লায়ন্স ক্লাব অফ বাঁশবেড়িয়ার লায়ন বিদ্যুৎ মুখার্জি, লায়ন অরিন্দম ঘোয। শিবিরের রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ পান্ডুয়ার সভাপতি লায়ন মুন্সী হাসান, লায়ন রূপাঞ্জন রায় প্রমুখ। রক্তদান শিবিরে ৭০জন রক্ত দান করেছেন বলে জানা গেছে।

Related posts

পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক ও মন্ত্রীর নৌকাবিহার

E Zero Point

দুয়ারে সরকার প্রকল্প খতিয়ে দেখতে খন্ডঘোষ বিধায়ক

E Zero Point

লকডাউনে টোটো চালকদের পাশে মেমারি ই রিকশা ইউনিয়ন

E Zero Point

মতামত দিন