04/05/2024 : 7:50 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক ও মন্ত্রীর নৌকাবিহার

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৫ নভেম্বর, ২০২০:


ইতিমধ্যেই রাজ্য সরকারের সেচ দপ্তর ও মৎস্য দপ্তরের উদ্যোগে পূর্বস্থলীর বাঁশদহ বিলের ইকো ট্যুরিজম গড়ার জন্য বাসদহ বিলের খাল খনন এবং পানা পরিষ্কার করানো হয়েছে। এ দিন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক এনাউর রহমান সঙ্গে নিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বাসদহ বিলে নৌকা বিহার সারলেন। মন্ত্রীর স্বপনবাবু জানান বাঁশদহ বিলের সংস্কার হয়েছে এই এলাকার মৎস্যজীবীদের কথা ভেবে। হারিয়ে যাওয়া চুনো মাছ বেঁচে উঠবে এই বাঁশ তহবিলে। আর তা দিয়েই মৎস্যজীবীরা এক আয়ের দিশা পাবেন।

পাশাপাশি যেই বাঁশদহ বিলের পাড়ে যে সব জমিতে জলের অভাবে চাষ হতো না, খাল পরিষ্কার হওয়ার পর ইতিমধ্যেই সেইখানে চাষ শুরু হয়েছে। ইতিমধ্যেই বাঁশদহ বিলের নদীর পাড়ে সৌন্দর্যায়ন উপভোগ করতে নৌকাবিহারের ব্যবস্থা করেছে মন্ত্রী স্বপন দেবনাথ তাঁর নিজের উদ্যোগে। আর এদিন জেলাশাসককে সঙ্গে নিয়ে সেই বাঁশদহ বিলই ঘুরে নৌকাবিহার সারলেন তাঁরা।

Related posts

সিপিএম থেকে বিজেপিঃ এবার তৃণমূলে এলেন আইনুল হক

E Zero Point

বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী নিখোঁজ- ফেসবুকে পোষ্ট ভাইরাল

E Zero Point

মেখলিগঞ্জে পালিত হলো জাতীয় ক্ষত্রিয় দিবস

E Zero Point

মতামত দিন