23/04/2024 : 11:02 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলীর পাখিরালয়ে পর্যটকের আনাগোনা

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৫ নভেম্বর, ২০২০:


লোক‍ল ট্রেন চলা শুরু হতেই পূর্বস্থলীর চুপির পাখিরালয়ে ধীরে ধীরে আসতে শুরু করেছে পর্যটক। এ বছর করনা আবহের জন্য দীর্ঘদিন লক ডাউন থাকার কারণে দূষণের মাত্রা কম হয়েছিল, আর সেই কারণে আগেভাগেই পূর্বস্থলীর চুপির পাখিরালয়ে পরিযায়ী পাখিদের দেখা মিলেছে।

কিন্তু পর্যটকের অভাবে একপ্রকার হতাশ হচ্ছিলেন স্থানীয় মাঝিরা। গত ১১ তারিখ থেকে ট্রেন খোলার পরই কিছু কিছু করে পর্যটক আসতে শুরু করেছে চুপির পাখিরালয়। দীর্ঘদিন বাদে পর্যটক হওয়ায় খুশি মাঝিরা।

পাশাপাশি ওই এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠেছে পর্যটকদের জন্য আবাসন। এক সপ্তাহ ধরে সেখানেও বুকিং হচ্ছে, পর্যটকরা রাত্রি নিবাশ করছেন। তবে করোনা পরিস্থিতিতে আর কিছুদিন পরে পর্যটকের সংখ্যা বেশি হলে মাস্ক স্যানিটাইজার এবং প্রশাসনের তরফ থেকে কড়াকড়ি পদক্ষেপও নেয়া হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি তপন চট্টোপাধ্যায়।

 

Related posts

৪ বছরের অপেক্ষার অবসানঃ মেমারি ১ ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির রাজকীয় প্রবেশ পঞ্চায়েত সমিতির অফিস প্রাঙ্গণে

E Zero Point

মহিলাদের জীবাণুমুক্ত কর্মসূচি কালনা শহরে

E Zero Point

সাত বোনকে নিয়ে গ্রাম পরিক্রমা মা মনসার

E Zero Point

মতামত দিন