27/04/2024 : 8:26 PM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

৪৩০ বছরের দোলযাত্র উৎসব কাটোয়ায়

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়, কাটোয়া, ৩০ মার্চ ২০২১:


কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী অঞ্চলের নন্দীগ্রামের গৌর নিতাই মন্দিরের দোলযাত্রা উত্‍সব ৪৩০ বত্‍সরে পড়লো। তাই সেখানে মহাসমারোহে উদযাপিত হয়েছে দোলযাত্রা উৎসব। এই উপলক্ষে হরিরাম সংকীর্তনের আয়োজন করা হয়। দোলযাত্রা উত্‍সবের দিন দুপুরে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। শিবতলা প্রাঙ্গনে দোল উপলক্ষ্যে বসেছে মেলা।

মূলত মন্দিরের সেবাইত নয়ন অধিকারী এই উৎসবের আয়োজন করে থাকেন। মানুষদের অন্নভোগের ব্যাবস্থা করা হয়। এই উত্‍সবে আনন্দে মেতে ওঠেন নন্দীগ্রামবাসীরা। পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর মানুষ নন্দীগ্রামে দোলযাত্রা দেখতে আসেন।

Related posts

বিয়ে মিটিয়েই মাঝ রাতে নবদম্পরাতি দৌড় ২৫কিমি

E Zero Point

ইংরেজবাজার শহরে রুট মার্চ আধা সামরিক বাহিনীর

E Zero Point

শহীদের স্মৃতি রক্ষার্থে বলগোনা গ্রাম পঞ্চায়েতের রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন