05/05/2024 : 2:38 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ভোট আপডেটঃ মেমারিতে সকাল থেকেই শুরু হয়েছে লম্বা লাইন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৭ এপ্রিল ২০২১:


শনিবার পঞ্চম দফার নির্বাচন। রাজ্যের ৪৫টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ। পূর্ব বর্ধমান জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, রায়না, খণ্ডঘোষ, জামালপুর, মেমারি, মন্তেশ্বর ও কালনা বিধানসভা কেন্দ্র -মোট ৮টি আসনে ভোট দান প্রক্রিয়া শুরু হবে। বিভিন্ন রাজনৈতিক দলের ৪৫ জন প্রার্থী এই ৮টি বিধান সভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেমারিতে  সকাল থেকেই ভোট দানের জন্য শুরু হয়েছে লম্বা লাইন। করোনা বিধি মেনে ভোট দান করা হচ্ছে বিভিন্ন বুথে। শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে এখনও পর্যন্ত। মেমারি বিধানসভার দেবীপুর অঞ্চলে কিছু বুথে ইভিএম খারাপের অভিযোগ আসছে। ভোটাররা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

Related posts

মেমারিতে করোনা সংক্রমণ রুখতে রেশন দোকানগুলিতে ভিড় না করার আবেদন

E Zero Point

না ফেরার দেশে চলে গেলেন গণদর্পণের প্রাক্তন সহ-সভাপতি

E Zero Point

কৃষি আইনের বিরোধিতা করে ভাতারে বাম সংগঠনের পথ অবরোধ

E Zero Point

মতামত দিন