06/05/2024 : 4:42 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বর্ধমানে ভোট কর্মীদের বাস উল্টে আহত ৫

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  ভাতার, ২১ এপ্রিল ২০২১:


ষষ্ঠ দফার ভোট এর আগের দিন পূর্ব বর্ধমানের গোলাপবাগ ডিসি আরসি থেকে ইলেকশন ডিউটি একটি বাস বর্ধমান থেকে ২৬৭ বিধানসভার ১৫০-১৫১ ভাতার কাশিপুর দিকে যাওয়ার সময় বাসটি দ্রুতগতি থাকার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে তারপরে বাস নিয়ন্ত্রন হারিয়ে পাল্টি খায় সিউড়ি রোডে।

১১ জন ভোটকর্মী বাসটিতে ছিল তাদের মধ্যে ৫ জন গুরুতর আহত হয়। তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে আসেন দেওয়ান দিঘি থানার পুলিশ এবং ইভিএম গুলিকে পাহারা দেয় এবং তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় যে বাসটির প্রচন্ড দ্রুতগতি থাকার জন্য বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘাতক বাসটিতে যাচ্ছিলেন কাশিপুর জুনিয়র বেসিক স্কুলের ১৫০নং বুথের ফার্স্ট পোলিং অফিসার সুমিত কুমার মন্ডল। তিনি জানিয়েছেন, দ্রুত গতিতে রাস্তার বাঁক নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। অল্পের জন্য সকলে প্রাণে বেঁচে গেছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, আহত ভোট কর্মীদের জায়গায় অন্য কর্মীদের ওই বুথ দুটিতে পাঠানো হচ্ছে।

Related posts

সমব্যাথী প্রকল্পের টাকা নিয়ে অভিযোগ কাটোয়ায়

E Zero Point

অপরিকল্পিত লকডাউনের প্রতিবাদে মেমারিতে সিটুর প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা

E Zero Point

অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা মেমারিতে

E Zero Point

মতামত দিন