29/04/2024 : 7:34 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি হাসপাতালের কিচেনে আগুনঃ বিএমএইচওর তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাসপাতাল

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৭ জুন ২০২৩:


বুধবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীন হাসপাতালের কিচেন রুমে আগুন লাগার ঘটনা ঘটে। বিশেষ সূত্রে জানা যায় সন্ধ্যায় প্রতিদিনের মতো এদিনও হাসপাতালের অস্থায়ী কিচেনে রুগীদের রাতের খাবারের জন্য রান্না করা হচ্ছিলো। প্রেসার কুকারে রুগীদের জন্য ডাল তৈরি করা হচ্ছিল সেই সময়ই প্রেসার কুকারের ডালের জল গ্যাস ওভেনে পড়ে কোনভাবে গ্যাসের পাইপ লিকেজ হয়ে আগুন লেগে যায়।

খবর পাওয়া মাত্র মেমারি গ্রামীন হাসপাতালের বিএমএইচও ডা. দেবাশীষ বালার তৎপরতায় মেমারি অগ্নি নির্বাপক কেন্দ্রে খবর দেওয়া হয়। দমকবাহিনীর একটি ইঞ্জিন এসে অতি দ্রুততার সাথে কিচেন রুমের আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসার ফলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাসপাতাল।

এই ঘটনায় কিছুসময়ের জন্য মেমারি হাসপাতালে চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ ও দমকলবাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে ব্যপারে মেমারি গ্রামীন হাসপাতালের বিএমএইচও ডা. দেবাশীষ বালা ও হাসপাতাল ম্যানেজমেন্ট ব্যবস্থা নিচ্ছেন বলে জানা যাচ্ছে।

 

Related posts

বিডিওকে হুঁশিয়ারি-পালিয়ে বাঁচতে পারবেন নাঃ কালনা ও মন্তেশ্বর কৃষকসভার বিক্ষোভ

E Zero Point

আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস পালন মেমারিতে

E Zero Point

বর্ধমানে জি টি রোড এর উপর গাছ পড়ে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ

E Zero Point

মতামত দিন