09/12/2023 : 2:30 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

ধানের চারা পুঁতে, সড়কে জাল ফেলে যুব বিক্ষোভ

আলেক শেখঃ গুরুত্বপূর্ন এস টি কে কে সড়ক দ্রুত সম্প্রসারনের দাবিতে অবরোধ করে শনিবার সড়কের উপর ধানের চারা পুঁতে,  জাল ফেলে বিক্ষোভ দেখায় যুবরা।  ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন পূর্বস্থলী-২নং আঞ্চলিক কমিটির উদ্যোগে ঘন্টা খানিক   কালেখাঁতলা বাজারে এস টি কে কে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চলে।  কর্মসূচি শুরুতেই  পুলিশ এসে এই অবরোধ জোরপূর্বক তুলে দেওয়ার চেষ্টা করে।  উপস্থিত কর্মী-সমর্থক এবং স্থানীয় জনগণ,  ব্যবসায়ীদের  তীব্র প্রতিরোধের মুখে পুলিশ ফিরে যেতে বাধ্য হয়।  পূর্ব নির্দ্ধারিত কর্মসূচি শেষ করার পর অবরোধ তুলে নেয় যুবরা।

অবরোধ চলাকালীন  বক্তব্য রাখেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ সভাপতি  প্রলয় আইচ,  পূর্ব বর্ধমান জেলার সম্পাদক  মণ্ডলীর সদস্য  অমিত কুমার মন্ডল,  কমরেড বীরেশ্বর নন্দী,  অনুপ ঘোষ, সুমন্ত মুন্ডারী,  আশালতা পাত্র প্রমুখ।  বক্তারা এস টি  কে কে সড়ক দ্রুত সম্প্রসারণের দাবির পাশাপাশি পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করে বক্তব্য রাখেন।  সম্প্রীতি পূর্বস্থলীর বিশ্বরম্ভায় একটি রাষ্ট্রীয় ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে  আমানতকারীদের লক্ষ লক্ষ  জালিয়াতি হয়েছে। সেই টাকা দ্রুত গ্রাহকদের হাতে ফেরানোর দাবি তোলেন বক্তারা এদিন।

Related posts

কৃষি আইনের বিরোধিতা করে ভাতারে বাম সংগঠনের পথ অবরোধ

E Zero Point

স্বেচ্ছায় রক্তদান শিবির

E Zero Point

BARDHAMAN : সাইকেলে ভারত ভ্রমণকারী পরিমল কাঞ্জি বর্ধমানে

E Zero Point

মতামত দিন