05/05/2024 : 4:54 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ষষ্ঠ দফার ভোটে পূর্ব বর্ধমানে ১৪৯ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ২১ এপ্রিল ২০২১:


বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফার নির্বাচন। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে ভাগ্য নির্ধারন হতে চলেছে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। মোট ৫টি জেলায় হবে এই নির্বাচন পর্ব। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান এবং দুই দিনাজপুর জেলা ৪৩ আসনে ভোট গ্রহণ করা হবে।

পূর্ব বর্ধমান জেলায় গলসী, ভাতার, আউশগ্রাম, মঙ্গলকোট, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, কেতুগ্রাম এবং কাটোয়া বিধানসভার ভোট গ্রহণ। এই ৮টি বিধানসভায় রয়েছেন মোট ৪৩জন প্রার্থী। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই ৮টি বিধানসভায় রয়েছে মোট ২৮৩১টি বুথ। মোট ভোটার রয়েছেন ২০ লক্ষ ২৬ হাজার ২৭৫জন। তার মধ্যে মহিলা ভোটার রয়েছেন ৯ লক্ষ ৯০ হাজার ১৯৭জন এবং পুরুষ ভোটার রয়েছেন ১০ লক্ষ ৩৬ হাজার ৩৯জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৯জন।

প্রশাসন সূত্রে জানা গেছে, এই ৮টি বিধানসভার ২৮৩১টি বুথকেই স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। এই ৮টি বিধানসভার জন্য ১৩ হাজার ৫৭৭জন ভোট কর্মীকে আছে। ভোট কে ঘিরে কোনোরকম অপ্রীতিকর অবস্থার যাতে সৃষ্টি না হয় সেজন্য নির্বাচন কমিশন ১৪৯ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী ও প্রায় ৪৯০০ রাজ্য পুলিশকে মোতায়েন করা হয়েছে।

Related posts

রেকর্ড সংশোধনী শুনানিতে আইনজীবী কে বহিষ্কার, দাবি

E Zero Point

পশ্চিম বর্ধমানের শিক্ষক ও আলিপুরদুয়ারের শিক্ষিকা এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন

E Zero Point

মেমারিতে জাতীয় সড়কের ধারে উল্টে গেল গ্যাস ট্যাঙ্কার

E Zero Point

মতামত দিন