07/05/2025 : 12:18 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় ফ্রী টোটো অ্যাম্বুলেন্স

জিরো পয়েন্ট নিউজ কমল বড়া, কালনা, ২৩ মে ২০২১:


লকডাউনের জেরে বন্ধ যানবাহন, লোডাউন ভেঙে রাস্তায় যানবাহন চললে চলছে পুলিশের ধরপাকড়, তাই একপ্রকার রাস্তায় নামছে না কোন যানবাহন। ফলে চরম সমস্যায় পড়েছেন কালনার রুগীরা। সেই সব করোনা বা যে কোনো রুগীদের বিনা পয়সায় হাসপাতাল বা চিকিৎসালয়ে পৌঁছে দিতে কালনা শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সৌরভ হালদারের সৌজন্যে রবিবার থেকে শুরু হলো পাঁচটি ফ্রি টোটো অ্যাম্বুলেন্স।

এই টোটো অ্যাম্বুলেন্স দিবা রাত্রি পরিষেবা দেবে কালনা শহর জুড়ে। টোটো এম্বুলেন্স গায়ে ঝোলানো রয়েছে কালনা শহর তৃণমূল কংগ্রেসের ব্যানার। সেই ব্যানারে রয়েছে তিনটি মোবাইল নম্বর। সেই নাম্বারে কল করলেই আপনার বাড়িতে হাজির হয়েযাবে। শুধু হাসপাতাল বা চিকিৎসালয় পৌঁছে দেওয়ায় নয়, বাড়িতে পৌঁছে দিয়ে যাবেন এই টোটো অ্যাম্বুলেন্স। কালনা পুরাতন বাস স্ট্যান্ডে আজ এই পরিষেবার উদ্বোধন করলেন কালনা বিধায়ক দেবপ্রসাদ বাগ।

Related posts

বর্ধমানে বিজেপি সংখ্যালঘু মোর্চার সভা

E Zero Point

বন্যা কবলিত অসহায় মানুষদের পাশে পুলিশ প্রশাসন

E Zero Point

দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন