04/05/2024 : 1:33 AM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মক টেস্ট

জিরো পয়েন্ট নিউজ – এস. নূরুল, কান্দি, ২৬ এপ্রিল ২০২১:


“বিগত তিন বছর ধরে এস. এফ. আই কান্দি লোকাল কমিটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মক টেস্ট নিয়ে আসছে।গত দুবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক একসঙ্গে নিলেও করনা পরিস্থিতির জন্য এবার আলাদা আলাদা ভাবে নিচ্ছে।এবার কোনো স্কুল নেওয়া হয়নি।

গত ১৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত কান্দি এ বি টি এ মহকুমা অফিসে সামাজিক দূরত্ব বিধি মেনে মাস্ক পরে পরীক্ষা দিলো প্রায় একশো জন ছাত্রছাত্রী। এস এফ এই রাজ্য কমিটির সদস্য প্রীতম রুজ জানান এ বি টি এর অনেক শিক্ষক শিক্ষিকা কেউ প্রশ্ন তৈরি করে কেউ, কেউ খাতা দেখে, কেউ আর্থিক সাহায্য করে পাশে আছে, সাথে জেলা এস এফ আই এর সহযোগিতায় এত বড় আয়োজনের, ছাত্রছাত্রী দের কাছ থেকে কোনো অর্থ না নিয়ে, দায়িত্ব পালন করছে এস এফ আই কান্দির এক ঝাঁক তরুণ তরুণী।

Related posts

ফের বিজেপিতে ভাঙন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকে

E Zero Point

অস্বাভাবিক ট্রেন দেরি- পূর্ব বর্ধমানে দুর্ভোগ যাত্রীদের

E Zero Point

সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় রাজ্যের চল্লিশ হাজার আইনজীবী নিয়ে প্রশ্নচিহ্ন?

E Zero Point

মতামত দিন