06/05/2024 : 3:40 PM
আমার বাংলা

জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ফলাফলঃ মুখ্যমন্ত্রী

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ১৭ জুন ২০২১:


করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে বাতিল হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষাই। বৃহস্পতিবার বিকালে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, আগামী জুলাই মাসের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হবে।  কোন প্রক্রিয়ায় পড়ুয়াদের মূল্যায়ন হবে, সেই সংক্রান্ত সিদ্ধান্তের ঘোষণা শুক্রবার হবে।

মুখ্যমন্ত্রী সোমবারেই সাংবাদিক বৈঠকে বলেন, ‘আমি চাই, পড়ুয়ারা যাতে কোনও বিপদে না পড়ে। তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়। তারা আমাদের ছোট্ট প্রিয় সাথী। পরীক্ষা ছাড়া মূল্যায়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে মানসিক কোনও সমস্যা না হয়, রেজাল্ট তৈরির আগে সব দিক ভালো করে খতিয়ে দেখতে বলব শিক্ষা দপ্তরকে। পড়ুয়াদের দিকটা ভেবেই যেন সিদ্ধান্ত নেয়। ওরা যাতে কোনও সাফার না করে।’

Related posts

সহায়ক মূল্যে আলু কিনতে উপচে পড়া ভিড় ভাতার কৃষক বাজারে

E Zero Point

ইঞ্জিনিয়ারিং পাশ করে অভাবের তাড়নায় চায়ের দোকান খুলে বসলো এক যুবক

E Zero Point

ন-পাড়া উদয়ন সংঘের খুঁটি পুজো

E Zero Point

মতামত দিন