27/04/2024 : 10:29 AM
আমার বাংলা

জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ফলাফলঃ মুখ্যমন্ত্রী

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ১৭ জুন ২০২১:


করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে বাতিল হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষাই। বৃহস্পতিবার বিকালে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, আগামী জুলাই মাসের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হবে।  কোন প্রক্রিয়ায় পড়ুয়াদের মূল্যায়ন হবে, সেই সংক্রান্ত সিদ্ধান্তের ঘোষণা শুক্রবার হবে।

মুখ্যমন্ত্রী সোমবারেই সাংবাদিক বৈঠকে বলেন, ‘আমি চাই, পড়ুয়ারা যাতে কোনও বিপদে না পড়ে। তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়। তারা আমাদের ছোট্ট প্রিয় সাথী। পরীক্ষা ছাড়া মূল্যায়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে মানসিক কোনও সমস্যা না হয়, রেজাল্ট তৈরির আগে সব দিক ভালো করে খতিয়ে দেখতে বলব শিক্ষা দপ্তরকে। পড়ুয়াদের দিকটা ভেবেই যেন সিদ্ধান্ত নেয়। ওরা যাতে কোনও সাফার না করে।’

Related posts

মেমারি জিটি রোড রেলগেটের রাস্তার বেহাল দশা, প্রশাসন নির্বিকার

E Zero Point

বর্ধমানে জেসিবি ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর

E Zero Point

পাণ্ডুয়ার বামপন্থী যুব সংগঠনের উদ্যোগে ৫০০ বৃক্ষরোপন

E Zero Point

মতামত দিন