04/05/2024 : 4:54 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

স্বাধীনতা সংগ্রামীর স্মৃতিতে কম্বলদান মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৩ জানুয়ারি ২০২৪ :


মঙ্গলবার বাঙালি তথা ভারতের দেশনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে এক অন্যরকম ছবি দেখা গেল পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লকের অন্তর্গত নিমো গ্রামে। নিমো গ্রামের ভূমিপুত্র স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় ফনীন্দ্র মোহন ঘোষ ও তার পুত্র জাতীয় কংগ্রেস নেতা স্বর্গীয় দীপেন্দ্র মোহন ঘোষের স্মৃতি উদ্দেশ্যে এদিন নিমো বারোয়ারী তলায় আর্থিকভাবে পিছিয়ে থাকা ৫০ জন ব্যক্তিকে শীতের হাত থেকে বাঁচার জন্য কম্বল প্রদান করা হলো।

নিমো গ্রামবাসী ও নিমো-১ তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এই কম্বল প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি, মেমারি ১ পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ তসমিনা খাতুন, মৎস্য কর্মাধ্যক্ষ সুজয় চন্দ্র শিকদার, নিমো-১ পঞ্চায়েতের উপ-প্রধান রবি শর্মা, বিশিষ্ট সমাজসেবী সুমন কুমার সহ অন্যান্যরা।

 

Related posts

আট দিন ধরে বিদ্যুৎহীন পূর্বস্থলীর একটি গ্রাম

E Zero Point

সিমলাগড়ের দলবদল আনবে কি একুশের প্রত্যাবর্তন?

E Zero Point

দক্ষিণ দামোদরের বাস বর্ধমান শহরে প্রবেশে বাধা

E Zero Point

মতামত দিন