02/05/2024 : 3:24 PM
অন্যান্য

বর্ধমানে খরিফ মরসুমে প্রথম জল ছাড়া হবে ২৪ শে জুলাইঃ জেলা শাসক

খরিফ মরসুমে জল বন্টন নিয়ে দুই বর্ধমান , হাওড়া , হুগলি এবং বাঁকুড়া সহ মোট পাঁচ জেলার জেলা পরিষদের সভাধিপতি ও জেলার আধিকারিক দের নিয়ে বৈঠক সারলেন শুক্রবার ডিভিশনাল কমিশনার বিজয় ভারতী। এদিন বর্ধমান সার্কিট হাউজের খরিফ মরসুমের ডিভিসি জল বন্টন নিয়ে বৈঠক হয়। গত বছরের তুলনায় এবছর বৃষ্টির পরিমান বেশি থাকায় ড্যাম্পে জলের পরিমান পর্যাপ্ত আছে। গত বছর ড্যাম্পে ২লক্ষ একর ফিট জল ছিলো ।এবছর ডিভিসি ড্যাম্পে জল আছে পাঁচ লক্ষ ফিট।অর্থাৎ এবছর চাষের ক্ষেত্রে জলের কোনো সমস্যা হবেনা বলে জানান বিজয় ভারতী।

২০২০ খরিফ মরসুমে প্রথম জল ছাড়া হয় ৩০শে জুলাই। ২০২১ এর খরিফ মরসুমে প্রথম জল ছাড়া হবে ২৪ শে জুলাই শেষ হবে ৩১ অক্টোবর শেষ হবে। জেলাশাসক বলেন ২৪ তারিখে প্রথম জল ছাড়া হবে। ১০ দিন পর পর এই পাঁচ জেলায় জল দেওয়া হবে। ২০২১ শের খরিফ মরসুমে চাষের ক্ষেত্রে জলের কোনো সমস্যা হবেনা বলে জানান প্রিয়াঙ্ক সিংলা।

Related posts

গোষ্ঠীদ্বন্দ্বের পর গলসীর পুরসাতে এখন থমথমে পরিবেশ

E Zero Point

কোভিড বিধি না মানলে প্রার্থী-নেতাদের বিরুদ্ধে এফআইআরঃ নির্বাচন কমিশন

E Zero Point

তুলির টানে সেজে উঠলো মেমারির রাস্তাগুলিঃ আঁচলের জন সচেতনতা মূলক প্রচার

E Zero Point

মতামত দিন