27/04/2024 : 7:48 PM
আমার দেশ

খাদির প্রাকৃতিক রংয়ের সূচনা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ২৬ জুলাই ২০২১:


খাদি ও গ্রামোদ্যোগ শিল্প কমিশনের অধীন জয়পুরের কুমারাপ্পা ন্যাশনাল হ্যান্ডমেড পেপার ইনস্টিটিউট গোবর থেকে প্রাকৃতিক রং তৈরি করেছে। এই জাতীয় রং পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী।
ইতিমধ্যেই ভারত সরকারের অধীন ন্যাশনাল টেস্ট হাউস গাজিয়াবাদ ও ন্যাশনাল টেস্ট হাউস মুম্বাই এবং দিল্লির শ্রীরাম ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ খাদির এই প্রাকৃতিক রং এর পরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেছে।


গোবর থেকে তৈরি খাদি প্রাকৃতিক রং যেমন স্থানীয়ভাবে উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করবে তেমনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এর পাশাপাশি, গো-পালকদের আয় যেমন বাড়বে, তেমনি গ্রামাঞ্চলের অর্থনীতিতে কর্মসংস্থান হবে।


রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী শ্রী নারায়ণ রানে এই তথ্য জানিয়েছেন।

Related posts

নীতি আয়োগ অগ্রগতির সূচকে কেরল সর্বোচ্চ, বিহার সর্বনিম্ন, পশ্চিমবঙ্গ ১৮ তম স্থানে

E Zero Point

সহজে ব্যবসা করার লক্ষ্যে কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জী বন্দরের ডিজিটাল পদ্ধতি অনুসরণ

E Zero Point

ব্যয় সাশ্রয়ী উপাদানে নির্মিত উন্নতমানের চুম্বক বৈদ্যুতিক যানবাহন চলাচলে আরও সুবিধা এনে দেবে

E Zero Point

মতামত দিন