28/03/2024 : 5:00 PM
আমার দেশ

বন্দেভারত এক্সপ্রেসট্রেনর ‘ট্রায়াল রান’

জিরো পয়েন্ট নিউজ–সুমিত ঘোষ, মালদা,২৬ ডিসেম্বর ২০২২:


মালদা-দেশের দ্রুতগতির ট্রেন বন্ধে ভারতের ‘ট্রায়াল রান’ চলছে আজ। মালদহ পর্যন্ত পরীক্ষামূলক এই ট্রেন চলাচল ‘সফল’ বলে রেল সুত্রে খবর। নির্ধারিত সময়ের বেশকয়েক মিনিট আগে আজ সকাল ১০:৩২ মিনিটে মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছয় হাওড়া থেকে নিউজলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। সকাল থেকে ঘন কুয়াশাকে ভেদ করে এগোয় এই ট্রেন। তবে ট্রায়াল রান হওয়ায় এদিন ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। ট্রেনে সওয়ার হন রেলের পদস্থ বেশ কয়েকজন আধিকারিক। যাত্রী ওঠানামার বিষয় না থাকায়, ট্রেনের কোনও কোচ অবশ্য মালদহে খোলা হয়নি মালদা টাউন স্টেশনে।

ঘন্টায় ১২০ কিলোমিটার গতি বেগে মালদহের ওপর দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে বলে জানা গিয়েছে। ৩০ শে ডিসেম্বর এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related posts

বিতর্কে রাহুল গান্ধীঃ টুইটারে দিল্লীতে নির্যাতিতার বাবা-মা-র ছবি পোস্ট!

E Zero Point

জৈব পচনশীল বর্জ্য থেকে বিজয়পুরের এনএফএল সার উৎপাদন করবে

E Zero Point

ভারতকে আত্মনির্ভর করে তুলতে ধূপকাঠি বানানোর জন্য শিল্পীদের সহযোগিতা কয়েকগুণ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার

E Zero Point

মতামত দিন