02/05/2024 : 11:05 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে করোনা মোকাবিলায় ভ্রাম্যমাণ প্রচার

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ২৬ জুলাই ২০২১:


পশ্চিমবঙ্গ সহ সারা ভারত করোনা মহামারীতে জর্জরিত । এক বছরের বেশি সময় ধরে এই মহামারীর বিধ্বংসী রূপ সকলেই দেখছেন। এই সংক্রমণ নিরাময়ের ওষুধ নেই। টিকাই একমাত্র এই রোগ প্রতিরোধের উপায়। কিন্তু সাধারণ মানুষ এখনো করোনার যথাযথ বিধি মেনে চলছেন না। এর ফলে আরো ভয়াবহ বিপদ হতে পারে । কারণ করোনার তৃতীয় ঢেউ নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন ।
ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ফিল্ড আউটরিচ ব্যুরোর বর্ধমান শাখা করোনা মোকাবিলায় মানুষকে সচেতন করতে আজ থেকে ৩০শে জুলাই পর্যন্ত পাঁচদিনের ভ্রাম্যমাণ জনসচেতনতা মূলক প্রচার অভিযান শুরু করেছে। করোনা মোকাবিলায় প্রয়োজনীয় নিয়মাবলী সম্বলিত ট্যাবলো বর্ধমান শহর এবং সংলগ্ন গ্রামাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। প্রচারে টিকা নেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও টিকা নেওয়ার পর মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং নিয়মিত হাত ধোয়া সহ সমস্ত করোনা বিধি যথাযথভাবে মেনে চলার উপরও জোর দেওয়া হচ্ছে।

Related posts

জাতীয় ফুটবলার সৈয়দ রহিম নবীর উদ্যগে রক্তদান শিবির

E Zero Point

বিতর্ক পিছু ছাড়ছে না তৃণমূলেরঃ নমিনেশন করতে পারলেন না মেমারির প্রার্থী

E Zero Point

‘‘ভোটের আগে আসছেন। ভোটের পরেও তো আসতে হবে!’’ নন্দীগ্রামে নাম না করে বার্তা

E Zero Point

মতামত দিন