24/04/2024 : 12:30 AM
আমার দেশআমার বাংলা

মোদী-মমতার হাই ভোল্টেজ মিটিংঃ সৌজন্য সাক্ষাত কি রাজনৈতিক নয়?

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, এম.কে হিমু,  ২৭ জুলাই ২০২১:


আসন্ন বিধানসভা নির্বাচনের রঙ্গমঞ্চে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “দিদি… ও দি…দিদি” ডাক পশ্চিমবঙ্গ তথা দেশের মানুষের কাছে যে কোন বলিউড ডায়লোগকে হার মানালেও শেষ হাসি হেসেছিল কিন্ত দিদিই – মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃতীয়বারে মত শপথ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন। আর তারপরই এই প্রথম দিল্লীর দরবারে মমতা-মোদী কিংবা বলা যেতে পারে দাদা-দিদির সাক্ষাৎ – যতই সৌজন্য হোক না কেন রাজনৈতিক রঙ লাগবেই। যদিও এর আগে কলাইকুণ্ডায় মোদীর সঙ্গে দেখা হয়েছিল মুখ্যমন্ত্রীর তবে সেই সাক্ষাৎ ছিল স্বল্পস্থায়ী, তা নিয়ে বিতর্কও হয়েছিল বিস্তর।

মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাইভোল্টেজ বৈঠক শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সৌজন্য সাক্ষাতের পাশাপাশি একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে তাঁর। তিনি জানান জয়ের পর এই সাক্ষাৎ করতেই হত। ‘‘তাই এসেছি। তবে এর সঙ্গে করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেছি’’। তিনি আরও জানান রাজ্যে টিকা সরবরাহ বাড়াতে বলেছি, রাজ্য যথেষ্ট টিকার জোগান পাচ্ছে না বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছি, তিনি এ ব্যপারে আশ্বাস দিয়েছেন।

 

 

Related posts

সমবায় বাঁচাও মঞ্চের তৃতীয় সম্মেলন মেমারিতে

E Zero Point

মালদায় তালা ভেঙে গৃহস্থবাড়িতে চুরি

E Zero Point

বর্ধমান শহরে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করলো বামকর্মী সমর্থকরা

E Zero Point

মতামত দিন