01/10/2022 : 5:00 AM
BREAKING NEWS
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে গাছ হাসপাতাল

জিরো পয়েন্ট নিউজ, এম. কে. হিমু, বর্ধমান, ১৫ এপ্রিল ২০২১:


এই পৃথিবীতে সমস্ত জীব জগৎ বাঁচে অক্সিজেন নিয়ে, আর সেই অক্সিজেন প্রদান করে স্রষ্টার সৃষ্টি সবুজের সংসার….আমাদের অক্সিজেন দাতা, গাছ। আর সেই সংসারের সবুজ গাছ যদি অসুস্থ হয় তার কি হবে? মানুষ তো হাসপাতালে যাবে, পশু-পক্ষীদের জন্যেও হাসপাতাল রয়েছে কিন্তু একটি গাছ যদি অসুস্থ হয় তার জন্যেও প্রয়োজন সেবা-শুশ্রুষা। তাই রাজ্যে প্রথম পূর্ব বর্ধমান জেলায় তৈরি হলো গাছ হাসপাতাল। ১৪২৮ বঙ্গাব্দের প্রথম দিনে পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে এবং গাছমাস্টার অরুপ চৌধুরীর অনুপ্রেরণায় শুরু হলো বৃক্ষ চিকিৎসালয় কিংবা গাছ হাসপাতাল।

পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার জানান যে, বৃক্ষ চিকিৎসালয় সমগ্র জেলা, রাজ্য তথা দেশে প্রথম। এমন কি ব্যবস্থা আছে কোথাও যেখানে আমার বাড়ির ছোট চারা গাছটা একটু ঝিমিয়ে গেলে তাদের কাছে রেখে আবার সতেজ করে বাড়ি নিয়ে আসব। নেই, কোথাও নেই ব্যবস্থা। সরকারী কৃষি আধিকারিক কিংবা গাছমাস্টার অরুপ চৌধুরীর মতন কিছু মানুষের কল্যাণে হয়ত কিছু গুরুত্বপূর্ণ মতামত পেতে পারেন নিজের গাছ নিয়ে কিন্তু গাছের ডাক্তার সহ হাসপাতালের ব্যবস্থা।  আমাদের স্বেচ্ছাসেবকরা সব সময় সচেষ্ট থাকবে কোনও ফোন এলেই সেটার সমাধান করার। খোলা হয়েছে দু’টি হেল্পলইন নম্বরও। ৬২৯৫২৬৩৮৬৮ / ৯০৬৪৯৯৩১৩৬।

Related posts

লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে শ্রমিক সভা নাদনঘাটে

E Zero Point

ভাতার পুলিশের উদ্যোগে পথ দুর্ঘটনা এড়াতে গাছের ডাল পরিষ্কার

E Zero Point

অতিরিক্ত গতির বলি এক, আহত আরো এক। ঘটনাস্থলে মৃতদেহ ফেলে রেখে অবরোধ স্থানীয়দের, নির্বিকার পুলিশ

E Zero Point

মতামত দিন