জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, এম.কে হিমু, মেমারি, ২৯ ডিসেম্বর ২০২২:
পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর রেল স্টেশন সংলগ্ন উত্তরবাজার এলাকায় শুরু হলো চার দিন ব্যাপী সপ্তম বর্ষ সারা বাংলা বাউল লোকশিল্পী মিলন উৎসব। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের স্থানীয় শাখার ম্যানেজার বিশ্বদীপ চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন, পূর্ণ চন্দ্র দাস বাউল, নিতাই মহান্ত বাউল, সমর কর বাউল প্রমুখ।
আয়োজক সংগঠন অমৃত বাউল লোকগান প্রসার সমিতি রাজ্য কমিটির সম্পাদক মণিমোহন দাস জানান, দুই বাংলার লোকশিল্পীগণ এই অনুষ্ঠানে যোগ দেবেন। ২০০ জন শিল্পী অংশগ্রহণ করবে মিলন উৎসবে। ৪ দিন ব্যাপি এই অনুষ্ঠান চলবে। দুপুর ২ ঘটিকা থেকে রাত্রি ১০ ঘটিকা পর্যন্ত।
চারদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষ্যে আজ অনুষ্ঠিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্থানীয় প্রবীণ সাংবাদিক নূর আহামেদ ও পার্থসখা অধিকারী। রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা রক্তদান করেন।
দেবীপুর উত্তর স্টেশন বাজার ব্যবসায়ীদের পক্ষে পুলক বণিক জানানবাউল মেলায় অন্যান্য দিন থাকছে ছোটোদের ক্যুইজ এবং অঙ্কন প্রতিযোগিতা।