19/05/2024 : 8:52 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

মাস্ক ছাড়া রাস্তায়, ফাইন দিতে হবে ১০০ টাকা

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ৩০ জুলাই ২০২১:


মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই ফাইন দিতে হবে ১০০ টাকা তার পাশাপাশি প্লাস্টিক ব্যবহার করলে ফাইন দিতে হবে ৫০০ টাকা। ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে এই সচেতনতা বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ধরপাকড় অভিযান শুরু হল। শুক্রবার সকাল থেকে মালদা শহরের অতুলচন্দ্র মার্কেট, ফোয়ারা মোড় সহ শহরের একাধিক এলাকায় এই অভিযান চালান ইংরেজবাজার পৌরসভার কর্মীরা।

শহরে বিভিন্ন প্রান্তে হানা দিয়ে মাস্ক ছাড়া রাস্তায় বেড়ানোর অভিযোগে প্রায় ১০ জনকে আটক করে ১০০ টাকা করে ফাইন করা হয়। তার পাশাপাশি প্লাস্টিক ব্যবহার বন্ধ, রাস্তা জবর দখল করে দোকান পাট করা যাবেনা সহ বিভিন্ন সচেতনতা মূলক বার্তা তুলে ধরা হয় সাধারণ মানুষ এবং দোকানদারদের মধ্যে।

Related posts

গঙ্গার করাল গ্রাসে সামসেরগঞ্জের ধানঘড়া গ্রাম

E Zero Point

মেমারিতে দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার এক

E Zero Point

কালনার বড় ধামাসে কৃতি ছাত্র সম্বর্ধনা 

E Zero Point

মতামত দিন