02/05/2024 : 8:37 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

মদের দোকান খোলা কিন্তু স্কুল, কলেজ বন্ধ – বিক্ষোভ বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৫ অগাষ্ট ২০২১:


কোভিড বিধি মেনে স্কুল, কলেজ খোলার দাবীতে বর্ধমান শহর এস.এফ.আই এর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার ।এদিন বড়নীলপুর মোর থেকে রাজবাড়ী পর্যন্ত করা হয় সাইকেল মিছিল এবং রাজবাড়ির গেটে একটি পথ সভা করে তারা। তাদের মূল দাবী, অনলাইনের মাধ্যমে পড়াশোনা না চালিয়ে স্কুল,কলেজের পঠন-পাঠান চালু করতে হবে।

কারণ, করোনা আবহের দ্বিতীয় ঢেউ অতিক্রান্ত হয়ে সাধারণ জনজীবন চালু হয়েছে। রাজ্যে সরকারের অনুমতিতে খুলেছে মদের দোকান থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে দোকান, কিন্তু খোলেনি স্কুল,কলেজ। অবিলম্বে তা খুলতে হবে কোভিড বিধি মেনে।এছারাও অনান‍্য দাবি নিয়ে তারা আন্দোলন করলেন।

Related posts

মাধ্যমিকে ১৬ তম স্থান মেধাবী সোমেশ্বর দাসকে বিজেপির সংবর্ধনা

E Zero Point

পূর্বস্থলীতে তাঁত শ্রমিকদের সড়ক অবরোধ ও বিডিও ঘেরাও 

E Zero Point

পারিজাতনগরে মেমারি-তারকেশ্বর রোডে ফাটল

E Zero Point

মতামত দিন