09/05/2024 : 1:45 AM
আমার বাংলাউত্তর বঙ্গদক্ষিণ দিনাজপুর

টোটোর দাপটে নাজেহাল মানুষ

জিরো পয়েন্ট নিউজ – জয়দীপ মৈত্র, দক্ষিন দিনাজপুর, ৬ অগাষ্ট ২০২১:


ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ইচ্ছেমতন শহরের অলিগলিতে চলাচল করছে টোটো। সিগন্যাল না দেখিয়েই আচমকা বাঁক নিয়ে নেওয়ার ফলে দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হচ্ছে প্রায় প্রতিদিনই। অবাধ যাতায়াত চলছেই। অভিযোগ, যাত্রী ছাড়া উদ্দেশ্যহীন ভাবে শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ঘুরে বেড়াচ্ছে টোটো। ফলে ছোট পরিসরের রাস্তায় সবসময় যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়াও রাস্তার যেখানে সেখানে আচমকা দাঁড়িয়ে যাত্রী তোলার ফলেও ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। । সিগন্যাল সম্পর্কে কোনও ধারণাই নেই অনেক টোটো চালকের বলেও অভিযোগ করেছেন বাসিন্দারা। এছাড়াও প্রয়োজনের তুলনায় টোটো সংখ্যা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাওয়ায় সামান্য পথ অতিক্রম করতে অনেক সময় লাগছে।টোটোর দৌরাত্ম্যে দূর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ।

আরও পড়ুন –ভ্রাম্যমাণ সবজি বিক্রেতার ভ্যান গাড়িতে লকডাউন নিয়ে সচেতনতার বার্তা

রাস্তার উপর প্রায় অর্ধেকের বেশি জায়গা দখল করে যাত্রী তোলার প্রতিযোগিতায় মেতে ওঠেন টোটো চালকরা। ফলে ব্যাপক যানজট হয় শহরে। যার জেরে সামান্য পথ যেতেই সময় লাগছে অনেকটা। সূত্রের খবর, দিনভর জেলা জুড়ে প্রায় ৮-৯ হাজারের বেশী টোটো চলাচল করে। শহরের এইগুলো টোটো ছাড়াও আশপাশের গ্রামীণ এলাকা থেকেও রোজ কয়েক হাজার টোটো শহরের বুকে দাপিয়ে চলছে বলে বাসিন্দাদের অভিযোগ। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শহরে যান চলাচল স্বাভাবিক রাখার যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা হলেও টোটো চালকদের উদাসীন মনোভাব এই যানজটের মূল কারণ বলে জানাচ্ছেন অনেকে।

আরও পড়ুন – নাইট কার্ফু সফল করতে পথে নামল বিশাল সংখ্যক পুলিশ বাহিনী

Related posts

প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের মৃতদেহ উদ্ধারঃ রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা মেমারিতে

E Zero Point

সারা ভারত কৃষকসভার প্রতিবাদ দিবস মেমারি ও গলসিতে

E Zero Point

৫০ বছরের পুরাতন অশ্বত্থ গাছ কাটাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য

E Zero Point

মতামত দিন