03/06/2023 : 11:34 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারির মদন গোপাল মন্দিরে চুরি

জিরো পয়েন্ট নিউজ – সেখ সামিন, পূর্ব বর্ধমান, ২৪ মার্চ ২০২৩:


আবারো পূর্ব বর্ধমান জেলার মেমারিতে মন্দিরে চুরির ঘটনা। মঙ্গলবার রাতে মেমারি থানার অন্তর্গত পালসিট গ্রামে শ্রীশ্রী মদন গোপাল মন্দিরে চুরি হয়।

জানা যায় বুধবার সকালবেলায় মন্দিরে আসেন পালসিট গ্রামের জয়ন্তী গোস্বামী। ঠাকুরকে প্রণাম করতে গিয়ে দেখে মন্দিরে দরজা খোলা এবং মন্দিরের সহকারি পুষ্পা রানী পালকে ডাকেন। দেখা যায় মন্দিরের দরজা ভাঙ্গা, শাটার ভাঙ্গা।  সঙ্গে সঙ্গে মেমারি থানার অন্তর্গত পালসিট পুলিশ ফাঁড়িকে খবর দেওয়া হয়।কর্তব্যরত পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে চুরির বিষয়ে তদন্ত করে দেখার আশ্বাস দেন।

পালসিট গ্রামের মানুষজন শ্রীশ্রী মদন গোপাল মন্দিরে চুরি ঘটনা নিয়ে আতঙ্কে আছে। মন্দিরের সেবক সঞ্জীব গোস্বামী জানান ঠাকুরের রুপোর ও সোনার জিনিস চুরি হয়। এমনকি এই চুরির ঘটনা আজকে প্রথম নয়, এই  নিয়ে চার বার চুরি হলো এই মন্দিরের ঠাকুরের জিনিস।

Related posts

স্বেচ্ছাসেবী সংস্থার বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হল উত্তরণ মেলা

E Zero Point

করোনায় প্রয়াত মেমারির বিশিষ্ট চিকিৎস উত্তম বিষয়ী

E Zero Point

ফের গরু চুরির ঘটনা হুগলিতে, ব্যাপক উত্তেজনা

E Zero Point

মতামত দিন