02/05/2024 : 4:39 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

বন্যার জল কমার পর ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ৭ অগাষ্ট ২০২১:


দিন কয়েক আগেই বীরভূমের সাথে সংযোগকারী কুয়ো নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হয় মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের সুন্দরপুর অঞ্চলের সোনাভারুই, তারাপুর, কয়থা,মারুট ও বৈদ্যনাথপুর সহ ভড়ঞা গ্ৰামের কৃষি জমি থেকে বসত বাড়ি। বর্তমানে জল কমে যাওয়ায় পর তাদের দূর্ভোগ কিছুটা কমলেও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সুন্দরপুর অঞ্চলের প্রায় ১৩০০ হেক্টর জমির কৃষকদের কপালে।

কৃষকরা জানাচ্ছেন লকডাউন এর মাঝেই কোনরকমে তারা ঋণ ধার করে বর্ষার শুরুতে ধান রোপণ ও ধান চাষ করেছিলেন তবে অতিরিক্ত বৃষ্টি ও কুয়ো নদীর বাঁধ ভাঙার কারনে বন্যার জলের তলে চলে যায় কৃষিজমি গুলি,আর জার যেরে,প্রায় ১৩০০০ হেক্টর জায়গার জায়গার ধান নষ্ট হয়ে পড়ে । একদিকে লকডাউন অপরদিকে তাদের এত বড় ক্ষতির সম্মুখীন হয়ে বর্তমানে ব্যাপক চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে কৃষকেরা।

Related posts

পূণ্যগ্রাম ধর্মশিমলা প্রগতিসংঘে গান্ধীজির প্রয়াণ দিবস পালিত

E Zero Point

পাঁচ দশকের বেশি সময়ে ভাড়াবাড়িতে কৈচর পুলিশ ফাঁড়ি

E Zero Point

ব‍র্ধমানে ক্ষুদিরামপল্লী স্পোর্টিং ক্লাবের রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন