06/05/2024 : 1:40 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো মৎস্য ব্যবসায়ীদের

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ১৮ অগাষ্ট ২০২১:


দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো মৎস্য ব্যবসায়ীদের। বুধবার সকালে আম বাজার এলাকায় অবস্থিত মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল মৎস্য বাজারের। প্রথম দিনই ব্যাপক সাড়া পাওয়া যায় মাছ বাজারে। মালদা শহর সহ ইংরেজবাজার এবং সুজাপুরের শতাধিক পাইকারি মাছ বিক্রেতাদের উপস্থিতি ছিল এদিন। এই মাছ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন মালদা জেলার রেগুলেটেড মার্কেট মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্য কমল ঘোষ, শুভঙ্কর সাটিয়ার, হাসান আলী সহ অন্যান্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মাছ বাজারের উদ্বোধনের প্রথম দিনই ব্যাপক সাড়া পাওয়া গেছে।

শতাধিক খুচরা এবং পাইকারি বিক্রেতারা অংশ নিয়েছেন। যেহেতু আজ প্রথম দিন তাই মাছের যোগান সঠিক ভাবে তারা দিতে পারেননি। আশা করছেন আগামী কাল থেকে সমস্ত ধরনের মাছের যোগান থাকবে এই মাছ বাজারে। তার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়, রথবাড়ি থেকে আম বাজারের এই মাছ বাজারে পরিধি অনেকটা বেশি। তাই করোনা সংক্রমনের ভয় নেই,তার পাশাপাশি এখানকার পরিবেশ যথেষ্ট ভালো। পাশেই সবজি এবং ফল মার্কেট তাই অনেকটাই সুবিধা।

Related posts

রেলের বেসরকারীকরনের বিরুদ্ধে ডেপুটেশন মেমারিতে

E Zero Point

নবস্থায় তপশিলি সংলাপ

E Zero Point

মূর্তি বিনা মা কালী পুজো মেমারিতে

E Zero Point

মতামত দিন