04/05/2024 : 2:58 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

“স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন”-এর রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ, হুগলি,  ১৩ সেপ্টেম্বর ২০২১:


“জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর ” – জীব সেবার এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে শিক্ষক জয়ন্ত গুপ্ত র উদ্যোগে ব্যান্ডেলের কেওটা অঞ্চলে ১৪ বছর আগে গড়ে উঠেছিল “স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন”।

সেই থেকেই তারা প্রতি বছর রক্তদান শিবির আয়োজন করে আসছেন। অতিমারির বছরেও তার অন্যথা হোলো না।”স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন”গত ১২ই সেপ্টেম্বর, ২০২১ রবিবার লায়ন্স ক্লাব অফ পান্ডুয়ার সহযোগীতায় ৭৮ জন রক্তদাতা নিয়ে তাদের চতুর্দশ বর্ষ রক্তদান শিবির টি সাফল্যের সাথে সম্পন্ন করলেন।

রক্তদাতাদের মধ্যে ১৪ জন মহিলা ও ১৩ জন নতুন রক্তদাতা যাঁরা প্রথমবার রক্তদান করলেন।ব্যান্ডেলের দুর্গা লজে এই দিনের রক্তদান শিবিরে নতুন প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পরার মত।রক্তদান শিবির টি সাফল্যমন্ডিত করার জন্য সংস্থার প্রতিষ্ঠাতা শিক্ষক “জয়ন্ত গুপ্ত” সমস্ত রক্ত দাতা, ছাত্র-ছাত্রী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী দের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।



Related posts

পূর্বস্থলী-১ বিডিওকে তাঁত শ্রমিকদের স্মারকলিপি

E Zero Point

ছাত্র-যুবদের জীবাণুমুক্ত কর্মসূচি পূর্বস্থলীতে  

E Zero Point

ভাতার বিজ্ঞান কেন্দ্রের ত্রিবার্ষিক সাধারণ সভা

E Zero Point

মতামত দিন