19/05/2024 : 7:00 AM
আমার দেশবিনোদন

কত্থক সম্রাট পন্ডিত বিরজু মহারাজের পা থমকে গেল

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ১৭ জানুয়ারি ২০২২:


চলে গেলেন কত্থক নৃত্যের সম্রাট পন্ডিত বিরজু মহারাজ। তার বয়স হয়েছিল ৮৩ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার গভীর রাতে তিনি দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সংবাদ সূত্রে জানা যায় রবিবার রাতে দিল্লিতে নিজের বাড়িতে নাতির সঙ্গে রাজহাঁস খেলছিলেন পণ্ডিত বিরজু মহারাজ। এ সময় তার স্বাস্থ্যের অবনতি হয়।তাকে দ্রুত দিল্লীর সাকেত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

পণ্ডিত বিরজু মহারাজের আসল নাম ছিল ব্রিজমোহন মিশ্র। তিনি ৪ ফেব্রুয়ারি, ১৯৩৮ সালে লখনউতে জন্মগ্রহণ করেন।পণ্ডিত বিরজু মহারাজের শৈল্পিক ব্যক্তিত্ব এমনই ছিল, যা যুক্তির বাইরে বলে মনে করা হয়। তিনি ছিলেন একজন গুরু, নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, গায়ক এবং সুরকার। তিনি পারকাশন বাজাতেন, তিনি কবিতা লিখতেন, ছবিও আঁকতেন। তাঁর শিষ্যরা সুপরিচিত শিল্পী এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

 

 

 

 

Related posts

শাক-সব্জি ও ফলমূল সংক্রমণ মুক্ত রাখতে আইপিএফটি একটি নতুন “জীবাণু নাশক স্প্রে”

E Zero Point

আপনি কি জানেন মাস্টারদা সূর্য সেনের শেষ বার্তা কি ছিল?

E Zero Point

আইফোন 12 ভারতে তৈরি করা হবে ২০২১ সালের মধ্যে

E Zero Point

মতামত দিন