08/09/2024 : 2:29 PM
আমার দেশরাজনৈতিক

মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর টেলিফোনে কথা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি মিঃ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন। মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প এই গোষ্ঠীর সদস্য সংখ্যা বৃদ্ধির বিষয়ে তাঁর পরিকল্পনার কথা জানান। ভারত সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশকে তিনি এই জোটের অংশীদার করতে চান। মার্কিন যুক্তরাষ্ট্রে পরবর্তী জি-৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি ট্রাম্পের সৃজনশীল ও দূরদর্শী মনোভাবের প্রশংসা করে প্রধানমন্ত্রী  মোদী বলেন, কোভিড পরবর্তী বিশ্বে যে বাস্তবতা তৈরি হবে, জি-৭ গোষ্ঠীর সম্প্রসারণের সঙ্গে তার সাযুজ্য থাকবে। প্রস্তাবিত এই শীর্ষ সম্মেলনকে সফল করে তুলতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে কাজ  করার সুযোগ পেয়ে ভারত অত্যন্ত আনন্দিত বলে প্রধানমন্ত্রী জানান।

মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে যে নাগরিক অসন্তোষ দেখা দিয়েছে, প্রধানমন্ত্রী তাতে উদ্বেগ প্রকাশ করেন, এবং এই সমস্যার দ্রুত সমাধানের ব্যাপারে আশাপ্রকাশ করেন। উভয় দেশে কোভিড-১৯-এর ফলে উদ্ভূত পরিস্থিতি, ভারত-চীন সীমান্তের ঘটনাবলী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কারের প্রয়োজনীয়তা সহ নানা  প্রাসঙ্গিক বিষয় নিয়ে উভয় নেতা মতবিনিময় করেন।

গত ফেব্রুয়ারি মাসে তার ভারত সফরের কথা রাষ্ট্রপতি ট্রাম্প স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দিক থেকে এই সফর ছিল স্মরণীয় ও ঐতিহাসিক এবং এই সফরের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে।

ভারত- মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্ক ছাড়াও দুই নেতার মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার দিকটি খোলামেলা ও উষ্ণ আলোচনার মাধ্যমে প্রতিফলিত হয়েছে।

Related posts

উন্নত মানের বস্ত্রক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত ও জাপানের মধ্যে সমঝোতা পত্রে কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদন

E Zero Point

যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক ক্রীড়া পুরস্কার ২০২১ঃ কি ভাবে মনোনয়ন জমা দেবেন জেনে নিন

E Zero Point

সাতগেছিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে মালডাঙ্গা-মেমারি বাস, আহত প্রায় ২৫

E Zero Point

মতামত দিন