17/02/2025 : 2:19 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

একজন চালক ও ২ জন যাত্রী নিয়ে টোটো চলবে ভাতারেঃ টোটো ইউনিয়ন

আমিরুল ইসলামঃ পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার উদ্যোগে আজ টোটো ইউনিয়নের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো ভাতার থানায়। মূলত করোনা ভাইরাস এর জেরে চলছে লকডাউন। সরকার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন বেসরকারি ও সরকারি বাস চলবে পূর্ব বর্ধমান জুড়ে। তাই টোটো গুলিতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
একজন চালক ও ২ জন যাত্রী নিয়ে যাতে করে টোটোগুলো ভাতার ব্লক জুড়ে চলাচল করতে পারে এই বিশেষ বার্তা দেওয়ার জন্য আজ এই বৈঠক অনুষ্ঠিত হলো ভাতার থানায়।

টোটো ইউনিয়নের সদস্যরা জানিয়েছেন এতে করে আমাদের অসুবিধা হবে তবুও এই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে এই সিদ্ধান্ত মেনে নিতে হবে। সরকারের পাশে থাকতে হবে। সবমিলিয়ে টোটো চালক দের অসুবিধা হলেও সরকারের এই পরামর্শ তারা মেনে নিয়েছে।


Advt

Related posts

নদী ভাঙ্গনরোধের কাজ চলা অবস্থায় ভাঙ্গন

E Zero Point

অনুব্রত মন্ডলের উপস্থিতিতে কর্মী সম্মেলন মঙ্গলকোটে

E Zero Point

উদ্ধারকৃত বাজি তৈরীর মসলা নিষ্ক্রিয় করলো মেমারি থানার পুলিশ

E Zero Point

মতামত দিন