26/04/2024 : 4:02 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

সান্তাক্লজ হাজির বর্ধমানের বিভিন্ন প্রান্তে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ২৮ ডিসেম্বর, ২০২০:


“ফিরে আসি বারবার, আমি সান্টা এবার পাঁচবার,
বড়দিন নিয়ে আসি তোমাদের কাছে, ফটপাথ ঘেঁষা যত জোনাকিরা আছে – ইছলাবাদ কিরণ সংঘ তোমাদের পাশে। ”
এই বার্তা নিয়ে গত ২৫ ডিসেম্বর বড়দিনে কিরণ সংঘের সান্তাক্লজ হাজির বর্ধমানের বিভিন্ন প্রান্তে। স্টেশন, নার্স কোয়ার্টার, বীরহাটা, আলমগঞ্জ সহ শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বস্তিবাসী, ফুটপাথবাসী সহ পথশিশুদের কাছে আজ তারা বেশ কিছু সামগ্রী তুলে দিল। বড়দিনের কেক, লেবু, মিষ্টি, বিস্কুট সহ প্যাকেট প্রায় হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে।

 

এই কাজ তারা বিগত পাঁচ বছর ধরে করে আসছে। ইছলাবাদ কিরণ সংঘ এইধরনের সামাজিক কাজে নিজেদের নিয়োজিত করে থাকে সারাবছর ধরেই। এই করোনা পরিস্থিতির সময়, কঠিন লকডাউনের সময় প্রায় তিনমাস ধরে বহু মানুষের মুখে খাবার, রান্না সামগ্রী তুলে ধরেছিল। এমনকি এই সময় পথ কুকুরদেরও প্রতিদিন রান্না খাবার খাইয়েছে।

বড়দিনের  দিনে এই উদ্যোগকে বিভিন্ন মানুষ সাধুবাদ জানিয়েছেন। আর যারা আজকের বড়দিনের সকালে কিছু পেলো তারাও খুব খুশি।


ক্লাবের সম্পাদক কাজল চক্রবর্তী এবং সভাপতি পার্থ ধর জানান, তারা এই উদ্যোগ বেশ কয়েক বছর ধরে করে আসছে। আসলে এই দিনটা আমরা সকলে ভালোভাবে কাটালেও যাদের কেউ নেই সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর একটা ছোট্ট প্রয়াস। আমরা সারাবছর ধরে নানান সামাজিক করে থাকি এবং আগামী দিনেও থাকবো।

Related posts

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল মেমারি শহরে

E Zero Point

মোবাইলে প্রেম, বিবাহিত প্রেমিকের বাড়িতে প্রেমিকা হাজির

E Zero Point

বৈঁচিতে প্যাকেটজাত মুরগির মাংস প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধন

E Zero Point

মতামত দিন