জিরো পয়েন্ট নিউজ – অনন্যা সাঁতরা পাল, সাতগেছিয়া, ৩ ডিসেম্বর ২০২১:
সি আই টি ইউ মেমারি ২ এরিয়া কমিটির পক্ষ থেকে বেশ কয়েক দফা দাবি নিয়ে বৃহস্পতিবার বিকেলে ডেপুটেশন জমা দেওয়া হল মেমারি দু’নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে ।
যার মধ্যে অন্যতম ছিল বন্ধ রাখা সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো চালু করতে হবে । বেতনক্রম ঠিক করতে হবে । নির্মাণ কর্মীদের বেতন ও পেনশনের সুরক্ষা , অসভাবিক মূল্য বৃদ্ধি কমাতে হবে । এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অশেষ কোনার, তপন চাটার্জী, হরিনারায়ন মোদক সহ অন্যান্য নেতৃত্বরা