07/05/2025 : 12:14 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পঞ্চমী থেকে একাদশী নাইট কার্ফু! ভুয়ো খবর ছড়িয়ে গ্রেফতার মেমারির যুবক

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক১১ সেপ্টেম্বর, ২০২০:


বাঙালিক শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো নিয়ে একটি ভুয়ো সরকারি নির্দেশিকা বেশ কিছুদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিছু সংবাদ মাধ্যমও খবর করে এই তত্ত্বকে প্রচারও করেছেন। ফলে বিভ্রান্তি ছড়ায় আমজনতার মধ্যে। ভুয়ো নির্দেশিকায় বলা হয়েছে, দুর্গাপুজোর পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত বিকেল ৫টা থেকে ভোর ৪টে পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। মণ্ডপে প্রবেশ থেকে পুজোর নিয়মকানুন নিয়েও রয়েছে একাধিক নির্দেশিকা। বিসর্জন কীভাবে হবে তা-ও বলা হয়েছে ওই নির্দেশিকায়।


এ ধরনের পোস্ট ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। এখনও পর্যন্ত রাজ্য সরকার পুজো নিয়ে নির্দিষ্ট কোনও নির্দেশিকা জারি করেনি। রাজ্য পুলিসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই ভুয়ো পোস্টটিকে চিহ্নিত করে সতর্ক করা হয়।

পশ্চিমবঙ্গ পুলিশ তৎপড় হয়ে বিভিন্ন জায়গা থেকে গত কয়েকদিনে  রাজু বিশ্বাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে ঘোলা থানার পুলিস। অন্যদিকে, বরাহনগর থানার পুলিস গ্রেফতার করেছে প্রভুজীত্ আচারজি নামে এক অভিযুক্তকে। তাঁদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে এবং ভুয়ো খবর ছড়ানো মামলা রুজু করা হয়েছে।

গতকাল পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কৃষ্ণবাজার মসজিদ তলা এলাকার বাসিন্দা সুনীল মন্ডলকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ। আজ তাকে বর্ধমান আদালতে পেশ করা হবে।

Related posts

সরকারি হোমের দুয়ারে মেমারি ১ বিডিওঃ পরিষেবা পেয়ে খুশি আবাসিকরা

E Zero Point

২০১৪ সালে টেটের  উত্তরপত্র যাচাইয়ের  রিপোর্ট দিতে হবে মার্চে

E Zero Point

পশ্চিমবঙ্গ সাঁওতালি শিক্ষক সংগঠনের উদ্যোগে ১৬৫তম হুল দিবস পালন পান্ডুয়ায়

E Zero Point

মতামত দিন