07/05/2025 : 1:00 AM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুরে জ্যোৎশ্রীরামে দেড় বছর পর শুরু হলো ১০০ দিনের কাজ

রাহুল রায়, জামালপুর, ২৪ জুলাইঃ


প্রায় এক থেকে দেড় বছর পর শুরু হলো ১০০ দিনের কাজ। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জ্যোৎশ্রীরাম অঞ্চলের শিয়ালী গ্রামের উত্তর সংসদে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল ১০০ দিনের কাজ। আজ চব্বিশে জুলাই ১০০ দিনের কাজ নতুন করে শুরু হওয়ায় এলাকার জব কার্ড হোল্ডাররা খুব খুশি। কয়েক বছর ধরে চাষিরা জমি থেকে চাষ করে তেমন কিছু লভ্যাংশ পাচ্ছিল না এবং ফসলও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এই রকম অবস্থার এই ১০০ দিনের কাজ টা তাদের খুব জরুরি ছিল বলে মনে করছেন এলাকার মানুষ। লকডাউন এর পরিপ্রেক্ষিতে এই ১০০ দিনের কাজ যেন দীর্ঘমেয়াদি হয় তার জন্য আবেদন করছেন জব কার্ড হোল্ডাররা। এই ১০০ দিনের কাজ যদি দীর্ঘমেয়াদি হয় তবে তাদের সংসার কিছুটা হলেও সচল থাকবে বলে মনে করছেন এলাকাবাসীরা।

Related posts

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক বর্ধমানে

E Zero Point

মেমারিতে রক্তদান শিবির

E Zero Point

মঙ্গলকোটের মানুষ এবার নির্ভয়ে ভোট দেবেঃ বিজেপি প্রার্থী রানা প্রতাপ গোস্বামী

E Zero Point

মতামত দিন