07/05/2025 : 1:00 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

আজ পূর্ব বর্ধমান জেলায় ১৯ জন করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার, বর্ধমান, ২৪ জুলাইঃ


গত ৩ দিনের তুলনায় আজ কিছুটা করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কম। আজ পূর্ব বর্ধমান জেলায় ১৯ জন করোনা আক্রান্ত। গত ২৪ জুলাই ২০২০ রাত ৮টা পর্যন্ত জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে প্রাপ্ত তথ্যানুসারে পূর্ব বর্ধমান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৪৩ এবং অ্যকটিভ কেস ২৪৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৭ জন। সরকারী কোয়ারিন্টন সেন্টারে ৫৩৮ জন পর্যবেক্ষনে থাকলেও ২৪৮২জন হোম কোয়ারিন্টনে আছেন। গতকাল পর্যন্ত ১৭৬ টি কনটেন্টমেন্ট জোন জেলার বিভিন্ন জায়গায় বর্তমান।

আজ জামালপুর ব্লকের জামালপুর বিডিও সংলগ্ন ১ জন, রায়না ১ ব্লকে শ্যামসুন্দর ও সেহারা ১ জন করে,
আউসগ্রাম ২ – কোটায় ১ জন, বর্ধমান পৌরসভার ১০, ১১, ৩৫ ও ২ নং ওয়ার্ডের ১ জন করে, বর্ধমান ২ ব্লকে বৈকুন্ঠপুর ও বড়শুলে ১ জন করে, কেতুগ্রাম ১  ব্লকে রাজুরে ১ জন, মেমারি ১ ব্লকে  নিমো ১ পঞ্চায়েতে ১ জন, মেমারি ২ ব্লকে – বোহার গ্রামে  ১ জন, মন্তেশ্বরে কুসুমগ্রামে ১ জন, পূর্বস্থলী ১ ব্লকে শ্রীরামপুরে ৩ জন, নসরৎপুরে ১ জন এবং রায়না ২ ব্লকে পাঁইটা গ্রামে ১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Related posts

এমপিএলঃ ক্রিকেট লাভারস ভাটপাড়া, সোনামুখী ক্রিকেট অ্যাকাডেমী সেমিফাইনালে

E Zero Point

মঙ্গলকোটে আবার দুর্ঘটনা, মৃত ১

E Zero Point

মেমারিতে রূপশ্রী প্রকল্পের আবেদনে অনিয়ম, তদন্তের নির্দেশ বিডিওর

E Zero Point

মতামত দিন