13/05/2024 : 11:36 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিশ্ব পুস্তক দিবসে মেমারির ক্ষুদে পড়ুয়ারা

জিরো পয়েন্ট নিউজ ডেস্কঅতনু ঘোষ, মেমারি, ২৪ এপ্রিল ২০২২:


২৩ এপ্রিল বিশ্ব পুস্তক দিবস। ১৯৯৬ সালে জাতিসঙ্ঘ উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন ২৩ এপ্রিল দিনটিকে বিশ্ব পুস্তক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয়।

প্রধানত বই এর প্রচার ও প্রসারের লক্ষ্যে এই দিনটি পালন করা হয়। তাছারা লেখকরা যাতে আর্থিকভাবে লাভবান হতে পারেন—এটাও এ দিন পালন করার আরো একটি লক্ষ্য। আসলে, লেখক-প্রকাশক-পাঠকদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ হতে সাহায্য করে বিশ্ব পুস্তক দিবস উদ্‌যাপন।

এদিন বিশ্ব পুস্তক দিবস উপলক্ষে মেমারির কিডসজি পাবলিক স্কুলের ছোট ছোট পড়ুয়াদের বইয়ের সাথে পরিচিতি করাতে স্কুলের গন্ডি ছাড়িয়ে পড়ুয়াদের নিয়ে স্কুলের শিক্ষকেরা বেরিয়ে পড়েছিল মেমারি শহরে।

মেমারির সবচেয়ে পুরাতন বুক স্টল মেমারি স্টেশন চত্বরে কালুর বুক স্টলে প্রথমে পড়ুয়াদের নিয়ে হাজির হয় শিক্ষকেরা,তারপর সেখান থেকে মেমারি মিলন সংঘ শহর গ্রন্থাগারে পড়ুয়াদের নিয়ে গিয়ে বইয়ের সাথে পরিচিতি করানো হয় ছোট ছোট পড়ুয়াদের।

ছোট ছোট কচিকাঁচা পড়ুয়াদের নিয়ে এভাবেই আজকের দিনটি পালন করল মেমারির স্বনামধন্য পাবলিক স্কুল কিডসজি।

২৩ এপ্রিল বিশ্ব পুস্তক দিবস – আপনি অন্তত একটা বই কিনুন। একটা বই সন্তানকে, স্ত্রীকে বা কোন প্রিয়জনকে উপহার দিন। দিবসটিকে স্মরণীয় করে রাখুন। এই বার্তাই দিল মেমারির কিডসজি পাবলিক স্কুল।

 

Related posts

দেবীপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন

E Zero Point

আজ বিজেপির ভার্চুয়াল জনসভা, বৈঁচিতে প্রাক প্রস্তুতি

E Zero Point

কান্দিতে শেষ মুহূর্তের পুজোর প্রস্তুতি

E Zero Point

মতামত দিন