25/04/2024 : 12:22 PM
অন্যান্য

সিভিক পুলিশের মানবিক উদ্যোগঃ বাড়ী ফিরলেন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা

জিরো পয়েন্ট নিউজ অনন্যা সাঁতরা পাল, সাতগেছিয়া, ২২ এপ্রিল ২০২২:


সিভিক পুলিশের সহযোগিতায় আনুমানিক ৭০ ঊর্ধ্ব এক বৃদ্ধা বাড়ি ফিরলেন । ঘটনাটি ঘটেছে মেমারি দু’নম্বর ব্লকের কুচুট এলাকায় । প্রসঙ্গত বুধবার দুপুর ১ টা নাগাদ কুচুতের বাসিন্দা চম্পা টুডু বাড়ি থেকে বেরিয়ে যান । সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি । স্থানীয় এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের লোকজন । এরপর স্থানীয়দের সহযোগিতায় সোশ্যাল মিডিয়ায় ঐ বৃদ্ধার ছবি পোস্ট করা হয়। খবর দেয়া হয় স্থানীয় প্রশাসনকে ।

এ খবর ছড়িয়ে পড়তেই রাত্রি আনুমানিক ন’টা নাগাদ তাদের সঙ্গে মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির এক কর্তব্যরত সিভিক পুলিশ যোগাযোগ করেন বলে জানিয়েছেন পরিবারের লোকজন । ওই সিভিক পুলিশের মারফত জানা যায় ওই বৃদ্ধা যবুই এলাকায় রয়েছেন । এই খবর পাওয়ার পরেই পরিবারের লোকজন গিয়ে ওই বৃদ্ধাকে ফিরিয়ে আনেন বাড়িতে । পরিবার সূত্রে জানা যায় ওই বৃদ্ধা মানসিকভাবে ভারসাম্যহীন । সিভিক পুলিশদের এই সহযোগিতা কে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।

Related posts

মেমারি ১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে স্বাস্থ্যকেন্দ্রে অভিযান

E Zero Point

মহাবীর জয়ন্তী : জৈনদের অন্যতম পথনির্দেশক এই ধর্মের ২৪ তম ও তথা শেষ তীর্থঙ্কর মহাবীর

E Zero Point

আজ রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

E Zero Point

মতামত দিন