03/05/2024 : 8:28 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সামাজিক সচেতনতা প্রচারে মেমারি থানা

জিরো পয়েন্ট নিউজ অনন্যা সাঁতরা পাল, সাতগেছিয়া, ২১ মে ২০২২:


শনিবার থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের জনপ্রিয় প্রশাসনিক পরিষেবা দুয়ারে সরকার। এই দুয়ারে সরকারে বিভিন্ন অঞ্চলের মানুষের পদার্পণ ঘটে সরকারী পরিষেবা গ্রহণ করার জন্য। আর সেই জনসমাগমকে কাজে লাগানোর জন্য মেমারি থানার পুলিশ প্রশাসন এক অভিনব সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে।

শনিবার মেমারি দু’নম্বর ব্লকের বোহার দুই গ্রাম পঞ্চায়েতের মিনাপুর প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবিরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ সুসজ্জিত ট্যবলো রাখা হয় । পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মেমারি থানার সহযোগিতায় সাতগেছিয়া ফাঁড়ির ব্যবস্থাপনায় এই ট্যাবলেোটির মাধ্যমে বিভিন্ন সচেতনতা মূলক বার্তা দেয়া হয়।

যেমন বাল্য বিবাহ রদ , সতীদাহ প্রথা ও ডাইনি প্রথা রদ, মাদক নেশা থেকে দূরে থাকা, ইভটিজিং সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বার্তা দেওয়া হয় এই ট্যাবলোটি থেকে । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ।

Related posts

জঙ্গিপুরে দলিত সাহিত্য অ্যাকাডেমির শাখা খোলার আর্জি

E Zero Point

হাবরা সমব্যায় ব্যাংকের দুর্নীতি

E Zero Point

অবশেষে বিচারব্যবস্থাকে স্বাভাবিক করার আমাদের আবেদন মানা হলঃ পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ

E Zero Point

মতামত দিন