13/05/2024 : 11:44 AM
আমার বাংলাকোচবিহার

ভুল ইংরাজী বানান নিয়ে বিক্ষোভে পড়ুয়ারাঃ শিক্ষার নগ্ন চিত্র উত্তরবঙ্গে

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ১৪ জুন ২০২২:


পোস্টারে ইংরাজী বানান ভুল এদিকে পাস করানোর দাবিতে পথে নেমেছেন পড়ুয়ারা। এবার শিক্ষার নগ্ন চিত্র ধরা পড়লো কোচবিহারের মেখলিগঞ্জে। মেখলিগঞ্জ ব্লকের উঁচুলপুকুড়ি গ্রামপঞ্চায়েতের কালীরহাট এলাকার ঘটনা। সেখানে পাস করানোর দাবিতে ভুল পোস্টার লিখে পথ অবরোধ করছেন। উচ্চমাধ্যমিকে অনুতীর্ণ স্থানীয় কৃষক উদ্যোগ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের। পরীক্ষার্থীরা। এই স্কুলের শিক্ষকরা যে শিক্ষার্থীদের কেমন শিক্ষা দিয়েছেন তা সহজেই অনুমেয়। আরো একধাপ এগিয়ে অনুতীর্ণ পরীক্ষার্থীরা জানান, এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায়। তাঁদের স্কুল থেকে মোট ১৫০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। তার মধ্যে মাত্র ৪২ জন পাস করেন।

বাকি ১০৮ জন ফেল করেন। নিজের কেন্দ্রেই পরীক্ষা। তারপরও একি স্কুল থেকে এক সাথে এতো জন কি করে ফেল করতে পারে। এ থেকেই স্পষ্ট শিক্ষকরা তাঁদের দায়িত্ব পালনে কতটা অপরাগ। অনুতীর্ণ পড়ুয়াদের দাবি, অবিলম্বে তাঁদের পাস করাতে হবে। নাহলে আরো বড়ো আন্দোলনে নামবেন তারা। এই বিষয়ে কৃষক উদ্যোগ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন মিটিং এর অজুহাত দেখিয়ে সাংবাদিক দের এরিয়ে যান। অবরোধের জেরে যান চলাচল কিছুটা ব্যাহত হয়। ঘটনার খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। এদিকে মেখলিগঞ্জে জামালদহে। তুলসীদেবী হাই স্কুলের সামনে একই দাবিতে। স্কুলের সামনে আন্দোলন করেন পড়ুয়ারা। পুলিশ এসে তাদেরকে হটিয়ে দেয়।

Related posts

করোনা অতিমারীর মধ্যেও বাংলায় চলছে ষষ্ঠ দফার নির্বাচন

E Zero Point

আউসগ্রামের ডোকরা শিল্পীদের পাশে বেসরকারি কলেজ

E Zero Point

ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ মেমারিতে

E Zero Point

মতামত দিন