20/05/2024 : 4:17 PM
অন্যান্য

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকে সংবর্ধনা

জিরো পয়েন্ট নিউজ – পারিজাত মোল্লা, কলকাতা,  ৯ মে ২০২৪ :


সোমবার বিকেলে কলকাতার রবীন্দ্র সদন এলাকার এক বিলাসবহুল হোটেলে সভাগৃহে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে. জে. বালাকৃষ্ণন কে সংবর্ধনা দিল অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম। এই সংবর্ধনা প্রদান সভায় উপস্থিত ছিলেন রেরার চেয়ারম্যান বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, দুই অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক দাস অধিকারী ও দীপক সাহা রায়, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি নপড়াজিত মুখোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের আইনজীবীদের মধ্যে ছিলেন সুখরঞ্জন দাশগুপ্ত, সঞ্জয় বর্ধন, চন্দ্রশেখর বাগ, কল্যাণ কুমার চক্রবর্তী প্রমুখ। আয়োজক সংগঠন অর্থাৎ ‘অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম’ এর সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি জানান -” দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মাননীয় কে.জে. বালাকৃষ্ণন জাতীয় মানবাধিকার রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।এই মহান ব্যক্তিত্ব কে আমরা সম্মান জানাতে পেরে গর্বিত “।

জানা গেছে, কেরালা রাজ্য নিবাসী হিসাবে সর্বপ্রথম তিনিই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে টানা তিন বছর ছিলেন। গত ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে ছিলেন। পরবর্তীতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে ছিলেন তিনি। এদিন এই সংবর্ধনা প্রদান সভায় কুমুদ সাহিত্য মেলা কমিটির তরফে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রয়াত সুধেন্দ্রনাথ মল্লিক স্মরণে ‘সুধেন্দ্রনাথ মল্লিক রত্ন’ সম্মান জানানো হয় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে।এর পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে গত ৩ রা মার্চ হয়ে যাওয়া কুমুদ সাহিত্য মেলার কুমুদ সাহিত্য রত্ন সম্মান মানপত্র টি তুলে দেওয়া হয় নেতাজি গবেষক জয়দীপ মুখার্জি কে।

Related posts

কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনা

E Zero Point

তৃণমূল ছাত্র নেতা মুকেশ শর্মার উদ্যোগে ৩৫০ জনকে খাদ্যসামগ্রী প্রদান

E Zero Point

আমফান- এর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত সেবাশ্রম সংঘ

E Zero Point

মতামত দিন