28/04/2024 : 8:39 AM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ কালোজাম

মালবিকা পাণ্ডা


টসটসে রসে ভরা দেখতে আমি কালো ,
মুখে দিলে মিলিয়ে যাই খেতে বড়ই ভালো ,
গ্রীষ্ম কালে টুপটাপ পড়ি ধুলার পরে
ছিন্ন ভিন্ন হয়ে যায় তুলতুলে শরীরে ,
কেউ পায়ে দেয় মাড়িয়ে ,
কেউ তুলে নেয় আদর করে ,
ধুয়ে মুছে সোহাগ করে
রাখে আমার ঠাণ্ডা করে ,
নুন লঙ্কা মাখিয়ে আমায়
চালিয়ে দেয় জঠরে !
টকাস টকাস করে আওয়াজ করে ,
কালো রসে মুখটি ভরে
চক্ষু মুদে শুধায় মোরে ,
কি গো তোমার নাম !
মিষ্টি করে মিহি স্বরে
বলি তারে কানে কানে ,
গোলগাল দেখতে আমি
নামটি কালোজাম ।

জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করুন 7797331771
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন
৬) অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক করে লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করা বাধ্যতামূলক

শুভেচ্ছান্তে-
আনোয়ার আলি
সম্পাদক, জিরো পয়েন্ট
কথা- 7797331771 / 9375434824
www.ezeropoint.net

Related posts

দৈনিক কবিতাঃ ৫ – এ পঞ্চবাণ

E Zero Point

প্রকাশিত হলো রস-সাহিত্যিক ‘কেদারনাথ বন্দ্যোপাধ্যায়’ স্মারক সংখ্যা

E Zero Point

জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা : ৮ মার্চ ২০২০

E Zero Point

মতামত দিন