02/05/2024 : 5:25 AM
আমার বাংলা

প্রয়াত বিচারকের স্মরণসভা

জিরো পয়েন্ট নিউজ২১ জুলাই ২০২২:


শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পদিমপুর গ্রামে প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লার  ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হলো। এদিন জুম্মাবার হওয়ায় প্রয়াত বিচারকের বাড়ি মঙ্গলকোটের পদিমপুর মসজিদে নামাজ শেষে দোয়া প্রার্থনা করেন মসজিদে আগত ব্যক্তিরা।পাশাপাশি বাড়িতেও সন্ধেবেলায় চলে দোয়ার মজলিস। প্রয়াত মহম্মদ নুরুল হোদা মোল্লা কর্মজীবনে টানা ত্রিশ বছর বিচারক পদে রাজ্যের বিভিন্ন মহকুমা / জেলার সদর আদালতে বিচারক ছিলেন।

বর্ধমান, আরামবাগ,কালনা,সিউড়ি,দাঁতন,আলিপুর,আলিপুরদুয়ার,বসিরহাট,মেদনীপুর,গড়বেতা, শ্রীরাপুর আদালত গুলিতে বিচারক পদে  ছিলেন তিনি।১৯৮৩ সালের রাজ্যের জুডিশিয়াল পরীক্ষায় টপারদের মধ্যে অন্যতম ছিলেন। পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে প্রথম ব্যাচে এমএ ডিগ্রি অর্জন করেছিলেন। ‘দ্য স্টেটসম্যান’ সহ বিভিন্ন দৈনিক কাগজে একসময় সাংবাদিকতা করেছেন। পাশাপাশি কাটোয়ার এক স্কুলে শিক্ষক এবং কাটোয়া কলেজে আংশিক লেকচারার হিসেবে ছিলেন।২০১৩ সালে বিচারক পদ থেকে অবসরগ্রহণ করেছিলেন। ২০১৬ সালে এই দিনে ব্রেণ স্টোকে মারা যান তিনি।এই প্রয়াত বিচারকের পৈতৃক ভিটা কাটোয়ার শ্রীখণ্ড এলাকায় হলেও থাকতেন মঙ্গলকোটের নুতনহাট সংলগ্ন পদিমপুর গ্রামে।

প্রয়াত বিচারকের বড় পুত্র তথা সাংবাদিক মোল্লা জসিমউদ্দিন জানিয়েছেন – ” প্রত্যেক বছর ৩ রা মার্চ পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলায় ‘নুরুল হোদা রত্ন’ সম্মান প্রদান করা হয়।  ‘বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন চেয়ারম্যান তথা শৃঙ্খলা রক্ষা কমিটির সম্পাদক আনসার মন্ডল, আইনজীবী স্বর্গীয় মাধব বন্দ্যোপাধ্যায় প্রমুখ  কে এই স্মৃতি সম্মান দেওয়া হয়েছে”।

Related posts

স্বেচ্ছাসেবী সংস্হার উদ্যোগে রক্তদান শিবির হলো হরিপালে

E Zero Point

প্রগতি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বই বিতরণ

E Zero Point

ভাতার থানা চত্বরে কচ্ছপ

E Zero Point

মতামত দিন