07/05/2024 : 2:11 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষঃ অভিযু্ক্ত ৯ জনের জেল হেফাজত

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, এম.কে হিমু, মেমারি, ২৭ অক্টোবর ২০২২:


বুধবার রাত সাড়ে দশটা থেকে ১১ টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডে ক্লাব উদয়ন এর কাছে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ উপস্থিত হয়ে দুই পক্ষের উত্তেজনা নিয়ন্ত্রণে আনে। জানা যায় উভয় পক্ষের চারজন আহত হয়েছে। আহতদের নাম প্রসুন দাস, সৌরভ ঘোষ, প্রসেনজিৎ দত্ত ও সুভাষ পন্ডিত।

মেমারি থানার পুলিশ তাদেরকে মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা করার পর তাদেরকে বর্ধমান হাসপাতালে রেফার করেন। মেমারি গ্রামীণ হাসপাতালে আহতদের দেখতে উপস্থিত হন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ও উপ পৌরপ্রধান সুপ্রিয় সামন্ত। কিন্তু এবিষয়ে কোন প্রতিক্রিয়া দিতে চাননি।

বৃহস্পতিবার সকালে মেমারি থানার পুলিশ দুপক্ষের নয় জনকে গ্রেফতার করে। এরা সকলেই তৃণমূল কর্মী বলে জানা যায়। বৃহস্পতিবার সকালে সুনির্দিষ্ট ধারা রুজু করে বর্ধমান কোর্টে অভিযুক্তদের পাঠানো হয়। বর্ধমান জেলা আদালতের বিচারক অভিযুক্তের প্রসেনজিৎ দত্ত, শ্রীদীপ ঘোষ এবং বাপন ক্ষেত্রপালকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত এবং অপর পক্ষের সন্তু নায়েক, অভিজিত বিশ্বাস, সৌরভ সাধুখাঁ, সুদীপ ঘোষাল, শিশু বেরা, সুমন কুন্ডুকে ৩১ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

গোষ্ঠী সংঘর্ষে আহত তৃণমূল কর্মী প্রসুন দাস জানান, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষালের অনুগামীরা তাদের উপর কটুক্তিকরে ও হামলা করে ও মেডিসিনের দোকান ভাঙচুর করে উপদ্রবকারী দুষ্কৃতিরা। তিনি সরাসরি শহর সভাপতি স্বপন ঘোষালের দিকে আঙুল তোলেন।

অন্যদিকে তৃণমূল কর্মী অনিমা পন্ডিতের ছেলে সুভাষ পন্ডিত বলেন, এ নিয়ে তিনবার তার উপর আক্রমণ করা হলো। এর জন্য দায়ী, প্রসেনজিৎ দত্ত, প্রসূণ দাস, সৌরভ ঘোষ সহ তাদের দলবল। এখন তিনি নিরাপত্তার অভাববোধ করছেন। তিনি আরও জানান ড্রাইভারের কাজ করে সংসার চালান, গোষ্ঠী রাজনীতির শিকার হয়েছেন।

অভিয়ুক্ত সন্তু নায়েক বলেন, তিনি নির্দোষ। তিনি গতরাতের ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবুও তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এব্যপারে মেমারি শহরতৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল সমগ্র বিষয়টিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলতে নারাজ তিনি সংবাদমাধ্যমকে বলেন পারিবারিক বিবাদের কারণে এই ঘটনা ঘটেছে সমগ্র বিষয়টি মেমারি থানার পুলিশ তদন্ত করছে আসল সত্য সামনে আসবে। তিনি মেমারি শহরের সমস্ত তৃণমূল কর্মীদের আহ্বান করেন নিজেদের মধ্যে মতভেদ দূর করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়ণের প্রচারকার্যে সামিল হওয়ার জন্য।

এবিষয়ে পূর্ব বর্ধমান সিপিআইএম জেলা কমিটির সদস্য সনৎ ব্যানার্জী বলেন, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও শহরের তোলাবাজি ভাগ বাটোয়ারা দখলের লড়াই এর সাথে পারিবারিক বিবাদের কোন সম্পর্ক নেই। মেমারি শহরের সবাই জানে এই দুই গোষ্ঠীর লড়াইয়ের কথা।

পূ্র্ব বর্ধমান জেলা বিজেপির সহ সভাপতি স্মৃতিকণা বসু জানান যে, তৃণমূল নিজেদের দেখানো পথেই, ফাঁদে পড়েছে। ভাগ বাটোয়ারার রাজনীতি তাদের দেখানো পথ এখন কর্মীরাও সেই পথ অনুসরণ করেছে। তৃণমূল দল গোষ্ঠীদ্বন্দ্বেই শেষ হবে।


Related posts

তিন জন দুস্থ গরীব মানুষ পদপিষ্ট হয়ে মৃত্যু

E Zero Point

কলেরা মহামারীর সময় থেকে মেমারিতে শীতলা পুজো

E Zero Point

সেফ ড্রাইভ সেভ লাইফ শিবির গলসিতে

E Zero Point

মতামত দিন