25/02/2024 : 1:08 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বৈদ্যডাঙ্গা যুবগোষ্ঠীর উদ্যোগে দীপাবলির উপহার প্রদান

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ২৮ অক্টোবর ২০২২:


এক উৎসব শেষে আর এক উৎসবের শুরু। শক্তির আরাধনার সময় আলোর উৎসবে সব শ্রেণীর মানুষের বাড়ি যাতে আলোকিত হয় সেই জন্য এগিয়ে আসে কিছু দেবদূতরা। উৎসবের আনন্দ সবাই মিলে করার জন্য অনগ্রসর শ্রেণীর পরিবারের জন্য দীপাবলির উপহার দেওয়া হল পূ্র্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত রসুলপুরের বৈদ্যডাঙ্গায়।

বুধবার বৈদ্যডাঙ্গা জয়যাত্রী সংঘের সহপ্রতিষ্ঠান বৈদ্যডাঙ্গা যুবগোষ্ঠীর উদ্যোগে শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষ্যে ১৩০ জনকে দীপাবলীর উপহার হিসেবে বস্ত্র প্রদান করা হয় সংঘের নিজস্ব মাঠ প্রাঙ্গণে।

এদিন উপস্থিত ছিলেন নিমো ১ পঞ্চায়েতের প্রধান উত্তম কৈবর্ত্য, বিশিষ্ট সমাজসেবী গৌতম বল, কাকলি সিংহরায়, অর্জুন টুডু সহ অন্যান্যরা।

বৈদ্যডাঙ্গা জয়যাত্রী সংঘের সম্পাদক কৌশিক চৌধুরী জানান এলাকার অনগ্রসর শ্রেণীর মানুষের সার্বিক উন্নয়ণের লক্ষ্যে ও তাদের পাশে দাঁড়ানোর জন্য এই কর্মযজ্ঞ।

অনুষ্ঠান শুরু হওয়ার আগে সাঁওতাল সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করা হয়। এছাড়াও এবছর আসন্ন কাতার বিশ্বকাপ ফুটবলের ভাবনায় শ্রী শ্রী কালীপুজোর মন্ডপ সজ্জ্বা করা হয়।

Related posts

কালনার সিআইটিইউ-এর  তহবিলে অর্থদান

E Zero Point

চারু মজুমদার শুধু একটা নাম নয়, একটা আদর্শ

E Zero Point

মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল

E Zero Point

মতামত দিন