28/11/2022 : 4:41 PM
BREAKING NEWS
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ফ্রি মেডিক্যাল ক্যাম্প

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ২৯ অক্টোবর ২০২২:


শুক্রবার পূ্র্ব বর্ধমানের শক্তিগড়ে বিনামুল্যে রক্তের শ্রেণী নির্ণয় এবং সুগার পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। মানুষ মানুষের জন‍্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৫০ জন রোগীর রক্তের শ্রেণী নির্ণয় ও ২৫ জন রোগীর সুগার পরীক্ষা করা হয়।

“মানুষ মানুষের জন‍্য ওয়েলফেয়ার সোসাইটি”র শক্তিগড় শাখা অফিসের ব্যবস্থাপনায় এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ঘনশ্যাম সিংহ, হাফিজ আহাম্মদউল্লাহ, সংস্থার জেলা সভাপতি সেখ পিন্টু, সংস্থার জেলা সম্পাদক কৌশিক রায়, বর্ধমান ২ ব্লকের সংস্থার সম্পাদক সেখ জাহির আব্বাস, বর্ধমান – ২ নং ব্লক সংস্থার সভাপতি সেখ সামিম, সদস‍্য অনুপ দলুই, নারায়ণ দলুই সহ অন্যান্যরা।

“মানুষ মানুষের জন‍্য ওয়েলফেয়ার সোসাইটি”র বর্ধমান – ২ নং ব্লক সংস্থার সভাপতি সেখ সামিম জানান, আমাদের সমাজের এখনও অনেক মানুষ আছেন যারা নিজেদের রক্তের গ্রুপ কি তা জানেন না আবার তার ডায়বেটিস আছে কিনা সেটাও – এই সব মানুষদের জন্যই এই শিবিরের আয়োজন। আগামীতে সংস্থার পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে এই ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হবে।

 

Related posts

মালিকরা বন্ধ করলেন পূর্বস্থলীর তাঁত কারখানাগুলো, বিপাকে তাঁতশ্রমিকরা

E Zero Point

শোলে সিনেমার বীরুর দেখা মিললো নাদনঘাটে

E Zero Point

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী

E Zero Point

মতামত দিন