02/05/2024 : 7:05 AM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

শিক্ষকের গাফিলতিতে, স্কুলের ফল ঘোষণা স্থগিত

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ২৩ ডিসেম্বর ২০২২:


খাতা দেখে পরীক্ষার্থীদের নম্বর যথা সময়ে জমা দেননি দুই শিক্ষক। যার কারণে পড়ুয়াদের পরীক্ষার ফল ঘোষণা করা সম্ভব হলনা। আর এনিয়েই বিক্ষোভে সামিল হলেন অভিভাবকদের একটি অংশ।তারা বিদ্যালয়ের বাইরের গেট কিছুক্ষণের জন্য আটকে দিয়ে ক্ষোভ উগরে দিতে থাকেন।

শুক্রবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা হাইস্কুল চত্বরে।জানা গিয়েছে,শুক্রবার পড়ুয়াদের পরীক্ষার ফল ঘোষণা করা হবে একথা বিদ্যালয় কতৃপক্ষের তরফেই আগাম জানিয়ে দেওয়া হয়েছিল।কিন্তু বৃহষ্পতিবার বিকেলের দিকেই বিদ্যালয়ের তরফে নোটিশ টাঙিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে নির্ধারিত তারিখে বিদ্যালয়ের ফলাফল ঘোষণা করা সম্ভব নয়।

এর কারণ হিসেবে সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়,বিদ্যালয়ের দুইজন শিক্ষক নির্দিষ্ট সময়ে তাদের বিষয়গুলির নম্বর কোনও কারণ ছাড়াই টিচার্স কাউন্সিলে জমা করেননি।যার কারনেই ফল ঘোষণার কাজ স্থগিত করা হয়েছে।আর এই বিষয়টি নজরে আসতেই অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দানা বাঁধতে থাকে। শুক্রবার বিদ্যালয় খুলতেই তাদের একটি অংশ বিদ্যালয় চত্বরে জমায়েত করতে থাকেন। বিদ্যালয়ের গেট আটকেও প্রতিবাদ জানাতে থাকেন।

Related posts

মেধাবী সোমেশ্বর দাসের উচ্চ মাধ্যমিক শিক্ষার দায়িত্ব নিল মেমারির প্রয়াস এডুকেয়ার ফাউন্ডেশন

E Zero Point

অবশেষে রাজ্যে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় চালু করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

E Zero Point

বিজেপি সমর্থকের হাতে আক্রান্ত জিরো পয়েন্ট-এর সাংবাদিক সহ ও চার টোল কর্মী

E Zero Point

মতামত দিন