11/12/2024 : 8:44 AM
আমার বাংলাউত্তর বঙ্গ

মন্ত্রীকন্যা অঙ্কিতার পর, একই স্কুলে আর এক ভুয়ো শিক্ষিকা!!!

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ২৩ ডিসেম্বর ২০২২:


ফের শিরোনামে বহুচর্চিত মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়। মন্ত্রীকন্যা অঙ্কিতার চাকরি খারিজের পরে এবার ওই স্কুলেরই এক সহকারী শিক্ষিকাকে নিয়ে বিতর্ক তুঙ্গে। অভিযোগ উঠেছে তাঁর নাম রয়েছে ভুয়ো শিক্ষকের তালিকায়। কনিকা বর্মন নামে ওই শিক্ষিকার নাম পর্ষদের ওয়েবসাইটে প্রকাশিত হতেই চাঞ্চল্য মেখলিগঞ্জ জুড়ে।


গত দুদিন ধরে ওই ইংরেজির ওই শিক্ষিকা স্কুলে আসছেন না। এতে আরোও জল্পনা বেড়ে গিয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়া জানিয়েছেন, তিনি ভুয়ো শিক্ষিকা কিনা, এখনই বলা সম্ভব নয়।

পর্ষদের ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত হয় কিছু নাম। আর এরপরেই মেখলিগঞ্জের উচ্চ বালিকা বিদ্যালয়ের ওই শিক্ষিকার নাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মেখলিগঞ্জ জুড়ে।

Related posts

ট্রাক্টর থেকে পড়ে গিয়ে মৃত্যু

E Zero Point

শ্রমিকদের সমস্যার কথা শুনলেন বিধায়ক

E Zero Point

দুয়ারে সরকারে উপভোক্তাদের ফর্ম ফিলাপে বিধায়ক

E Zero Point

মতামত দিন