09/05/2024 : 5:32 AM
আমার বাংলা

মেলা সর্বজনীন করতে আজ ইমামদের নিয়ে বিশেষ বৈঠক

জিরো পয়েন্ট নিউজ-আমিরুল ইসলাম, ভাতার, ৩০ ডিসেম্বর ২০২২:


শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটাল এর উদ্যোগে আগামী ১০ই জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারি অনুষ্ঠিত হবে পুষবঙ্গা মেলা।
সেই মেলাকে সর্ব ধর্মীয় রূপ দিতে আগামী ৯ ই জানুয়ারি অনুষ্ঠিত হবে একটি বর্ণাঢ্য রেলি ‌।
সেই রেলিতে সকল ধর্মের কয়েক হাজার মানুষ পা মেলাবেন।

তাই আজ বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদের নিয়ে অনুষ্ঠিত হলো একটি বিশেষ বৈঠ।

কেবলমাত্র বীরভূম জেলা নয় বর্ধমান জেলার বিভিন্ন মসজিদ থেকে শতাধিক ইমাম সাহেব এসেছিলেন এই বিশেষ বৈঠকে।

সংস্থার কর্ণধর মলয় পিট জানান যে, আমার লক্ষ্য সকল ধর্মের মানুষকে একত্রিত করে একটি মেলা করব যা স্বাস্থ্য মেলা হবে।

শুধু তাই নয় বিভিন্ন ধর্মের নানান অনুষ্ঠান হবে ওই মেলাতে।
পাশাপাশি আমি এখানে আদিবাসী ইসলাম ও হিন্দু ধর্মের তিনটি পৃথক পৃথক স্কুল করব।
এখানে তাদের প্রতিটি ধর্মের পঠন পাঠন হবে।
তার ভিত্তি স্থাপন করব মেলার সময়।
আজ ইমামরা এই ধরনের অনুষ্ঠানে আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করেছেন ।
বোলপুর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Related posts

দুর্গাপুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধঃ কলাকুশলিরা একটি মৌন মিছিলে দুর্গাপুরে

E Zero Point

চোলাই মদ বিক্রেতা গ্রেপ্তার মঙ্গলকোটে

E Zero Point

জেনে নিনঃ আগামী রবিবার বড়শুল কিশোর সংঘের অভিনব উদ্যোগ

E Zero Point

মতামত দিন